ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘাতকের বিচার হবে ॥ নিউইয়র্ক সিটি মেয়রের আশ্বাস

প্রবাসী বাংলাদেশী হত্যায় কমিউনিটিতে তীব্র ক্ষোভ

প্রকাশিত: ০৪:০২, ১৬ আগস্ট ২০১৬

প্রবাসী বাংলাদেশী হত্যায় কমিউনিটিতে তীব্র ক্ষোভ

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সের ওজোন পার্কে আল- ফোরকান মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ও তার প্রতিবেশী মুসল্লি থেরাউদ্দিনের (৬৪) হত্যার ঘটনায় প্রবাসী বাংলাদেশীই শুধু নন, সমগ্র মুসলিম কমিউনিটিতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এদিকে সোমবার নিউইয়র্কের ৫৮১ গ্র্যান্ট এভিনিউতে অবস্থিত মিউনিসিপ্যাল পার্কে উভয়ের জানাজা অনুষ্ঠিত হয়। মসজিদের কাছে শনিবার জোহর নামাজের পর প্রকাশ্য রাস্তায় খুব কাছে থেকে ওই দুইজনকে মাথায় গুলি করা হয়। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা মারা যান। এ ঘটনায় নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো রবিবার এক বিবৃতিতে বলেছেন, আমাদের পুলিশ অবশ্যই ঘাতককে বিচারে সোপর্দ করবে। সপ্তাহান্তে আমাদের এই সিটি এমন একটি ঘটনায় ক্ষত-বিক্ষত ও হতভম্ব হয়েছে, যা একটি ধর্মীয় সম্প্রদায়কে প্রচ-ভাবে আঘাত এবং একটি কমিউনিটিকে অস্থিরতায় নিপাতিত করেছে। আকুুঞ্জি ও থেরাউদ্দিন হত্যার মোটিভ এখন পর্যন্ত জানা সম্ভব না হলেও আমরা এটি জানি যে, উপর্যুপরি ধমীয় বিদ্বেষমূলক অপপ্রচারে আমাদের মুসলিম সম্প্রদায়ও বিতশ্রদ্ধ হয়ে উঠেছেন। এটি এখনও অত্যন্ত কঠিন যে, আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে এহেন বিভক্তির অবসান ঘটিয়ে এই সিটি তথা যুক্তরাষ্ট্রের মহত্ত্বকে সমুন্নত রাখার ব্যাপারে। ‘ময়নাতদন্তের পর স্বজনের কাছে স্থানীয় সময় সোমবার সকালে লাশ হস্তান্তর করা হয় এবং ওই দিন বেলা আড়াইটায় ওজোন পার্কে মসজিদ আল-আমানের কাছে ৫৮১ গ্র্যান্ট এভিনিউতে অবস্থিত মিউনিসিপ্যাল পার্কে উভয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইমামের স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হক এনআরবি নিউজকে বলেন, আকুঞ্জির লাশ বাংলাদেশে পাঠানো হবে। তাকে দাফন করা হবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গোছাপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে। অপরদিকে থেরাউদ্দিনকে দাফন করা হবে নিউইয়র্কে জালালাবাদ এ্যাসোসিয়েশনের গোরস্থানে। নিহতদের পরিবারের জন্য তাৎক্ষণিক অর্থ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে নিউইয়র্কের ইসলামিক লিডারশিপ কাউন্সিল। মুুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’র কমিউনিকেশন্স ডিরেক্টর ইব্রাহিম হুপার বলেছেন, কেন এমন হামলার ঘটনা ঘটেছে তা স্পষ্ট না হলেও এটি স্পষ্ট গুপ্তহত্যা। এদিকে আল-ফোরকান জামে মসজিদ পরিদর্শন করেন নিউইয়র্ক সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গার ও কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ। আকুঞ্জি ও থেরাউদ্দিনের হত্যাকা-ের প্রতিবাদ এবং কমিউনিটির নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে বুধবার সন্ধ্যা ৬টায় ওজোন পার্কে আল-ফোরকান মসজিদসংলগ্ন এলাকায় বড় ধরনের একটি সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সোসাইটি।
×