ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলেনকে অবশ্যই প্রত্যর্পণ করতে হবে ॥ তুরস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোস নয়

প্রকাশিত: ০৪:০১, ১৬ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোস নয়

তুরস্ক এক ব্যর্থ অভ্যুত্থানের মদদ যোগানোর দায়ে অভিযুক্ত ইসলাম ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের প্রত্যর্পণের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আপোস করবে না। প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম শনিবার একথা বলেন। যুক্তরাষ্ট্র গুলেনকে তুরস্কের কাছে প্রত্যর্পণ করতে ব্যর্থ হলে তুরস্কে আমেরিকাবিরোধী মনোভাব মাথা চাড়া দিয়ে উঠবে বলেও তিনি সতর্ক করে দেন। তিনি শনিবার স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করছিলেন। এটি ছিল শীর্ষ ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রের উদ্দেশে তুরস্কের সর্বশেষ হুঁশিয়ারি। একই সময়ে ইস্তানবুলের এক প্রসিকিউটর গুলেনকে আটক করার অনুরোধ জানিয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছেন বলে জানা গেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। তুরস্ক বলছে, গুলেনই ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের মূল হোতা। ঐদিন একদল সৈন্য সরকারকে উৎখাত করার চেষ্টায় ট্যাঙ্ক, যুদ্ধবিমান ও হেলিকপ্টারের নিয়ন্ত্রণ গ্রহণ করে। গুলেন ঐ অভিযোগ অস্বীকার এবং অভ্যুত্থানের নিন্দা করেন। তিনি ১৯৯৯ সাল থেকে পেনসিলভানিয়ার গ্রামাঞ্চলে স্বেচ্ছানির্বাসনে দিন যাপন করছেন। ইলদিরিম বলেন, এ মূল সন্ত্রাসীর প্রত্যর্পণ ও বিচারের সম্মুখীন হওয়া ছাড়া কোন আপোস রফা হবে না। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এ খবর জানায়। তিনি বলেন, মার্কিনবিরোধী মনোভাব মাথা চাড়া দিয়ে ওঠা রোধ করার একমাত্র উপায় হলো যুক্তরাষ্ট্রের এ ব্যক্তিকে তুলে দেয়া এবং তুরস্কে তার বিচারে দাঁড়ানো নিশ্চিত করা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে বলেন যে, যুক্তরাষ্ট্রের কাছে কাগজপত্র পাঠানো হয়েছে এবং তুরস্ক গুলেনের সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে ‘ইতিবাচক সংকেত’ পেয়েছে। তুরস্ক ঐ প্রত্যর্পণের বিষয়ে কোন আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে কিনা অস্পষ্ট করে বলেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ২৪ আগস্ট তুরস্ক সফর করবেন বলে হোয়াইট হাউস শনিবার জানায়। তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পর এটিই হবে কোন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার প্রথম সে দেশ সফর। ইলদিরিম বলেন, গুলেনের সম্ভাব্য প্রত্যর্পণ সম্পর্কিত আইনগত ইস্যুগুলো নিয়ে কথা বলতে একটি মার্কিন বিশেষজ্ঞ দল ২২ আগস্ট তুরস্ক সফরে আসবে। আনাদলু একথা জানায়। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অক্টোবর মাসে তুরস্ক আসবেন। সিএনএন টার্ক একথা জানায়। গুলেনের প্রত্যর্পণ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ‘ইতিবাচক ফল’ অর্জিত হবে বলে ইলদিরিম আশাবাদ ব্যক্ত করেন। আনাদলু একথা জানায়। মার্কিন কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের অপরাধী প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কে ব্যবস্থা নেয়ার এক আনুষ্ঠানিক পদ্ধতি রয়েছে এবং তুরস্কের অবশ্যই অভ্যুত্থান চেষ্টায় গুলেনের জড়িত থাকার শক্তিশালী প্রমাণ দেখাতে হবে। ইস্তানবুলের চীফ প্রসিকিউটর গুলেনকে আটক করার অনুরোধ জানিয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছে এক চিঠি লিখেছেন। তুরস্কের বিচার মন্ত্রণালয় সেই চিঠি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে। এতে গুলেনের বিরুদ্ধে সরকার উৎখাতের চেষ্টাসহ ১০টি অভিযোগ উল্লেখ করা হয়। সিএনএন টার্ক একথা জানায়। গুলেন শুক্রবার বলেন যে, তিনি নিজেই তুর্কি কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন, কেবল যদি কোন স্বতন্ত্র আন্তর্জাতিক তদন্ত সংস্থা প্রথমে তাকে দোষী সাব্যস্ত করে। তিনি ফরাসী দৈনিক ‘লা মঁদে’ পত্রিকায় মতামত কলামে লিখেছেন, যদি আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর এক-দশমাংশও প্রমাণিত হয় তা হলে আমি তুরস্কে ফিরে যাওয়ার এবং সর্বোচ্চ শাস্তি ভোগ করার প্রতিশ্রুতি দিচ্ছি। তুরস্কের অভ্যুত্থানে ২৪০ এরও বেশি লোক নিহত হয়। তুর্কি কর্তৃপক্ষ ৩৫ হাজারেরও বেশি ব্যক্তিকে আটক এবং ১৭ হাজারেরও বেশি জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করেছে। ইলদিরিম জানান, অভ্যুত্থানের পর ৭৬ হাজার কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত এবং ৩ হাজার সৈন্য, বিচারক ও বেসামরিক কর্মচারীসহ প্রায় ৫ হাজার ব্যক্তিকে বরখাস্ত করা হয়েছে।
×