ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাকা পুত্রের বিরুদ্ধে ওয়ারেন্ট

রায় ফাঁসের মামলার রায় পেছাল

প্রকাশিত: ০৮:৩০, ১৫ আগস্ট ২০১৬

রায় ফাঁসের মামলার রায় পেছাল

কোর্ট রিপোর্টার ॥ সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের রায় ফাঁসের মামলার রায় প্রদানের তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট ধার্য করেছে ট্রাইব্যুনাল। রবিবার রায় ঘোষণার কথা ছিল। রায় প্রস্তুত না হওয়ায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শাসমুল আলম তা পিছিয়ে নতুন তারিখ দেন। এদিকে সাকা চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী রবিবারও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিও করেছেন ট্রাইব্যুনাল। গত ৪ আগস্টও হুম্মাম আদালতে অনুপস্থিত ছিলেন এবং আদালতে আসার সময় ডিবির হাতে আটক হয়েছেন বলে আইনজীবী দাবি করেন। রায় ঘোষণা উপলক্ষে আসামি ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম, ফারুক আহমেদ, মাহবুবুল আহসান ও নয়ন আলীকে রবিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিএনপি নেতা সাকা চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী জামিনে থেকে ট্রাইব্যুনালে হাজির হন। আসামি মেহেদী হাসান পলাতক আছেন।
×