ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শিল্পেরও জনক ॥ মেনন

প্রকাশিত: ০৮:০৬, ১৫ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধু শিল্পেরও জনক ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পেরও জনক। তিনি বিশ্ববাসীর কাছে অপরূপ বাংলাদেশের ছবি তুলে ধরতে কক্সবাজারকে সুইজারলান্ডের জেনেভা শহরের মতো আন্তর্জাতিকভাবে পরিণত করতে চেয়েছিলেন। এখন কক্সবাজারের সমুদ্র সৈকতে যে ঝাউবন দেখা যায়, তা বঙ্গবন্ধু লাগিয়েছিলেন। পর্যটন শিল্পের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। রবিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কনফারেন্স হলে বিটিবি আয়োজিত ‘সংগ্রামী জীবন থেকে সোনার বাংলা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিটিবির সিইও আখতারুজ্জামান খান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, বিপিসির চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিবি’র পরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস। স্বাধীনতার আগেই ৩২ নম্বরের বাড়িতে তাঁর সঙ্গে একান্ত আলাপে বঙ্গবন্ধু এই আকাক্সক্ষা ব্যক্ত করেছিলেন বলে মন্ত্রী জানান।
×