ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীর রাস্তায় এবার স্কুটি নিয়ে নারী ট্রাফিক সার্জেন্ট

প্রকাশিত: ০৭:৫৫, ১৫ আগস্ট ২০১৬

রাজধানীর রাস্তায় এবার স্কুটি নিয়ে নারী ট্রাফিক সার্জেন্ট

স্টাফ রিপোর্টার ॥ এবার ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২২ নারী সার্জেন্ট রাজধানীতে দায়িত্ব পালন করবেন। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে কয়েক মাস আগে ঢাকার রাজপথে নামা নারী সার্জেন্টদের দেখা যাবে নতুন রূপে। মোটরসাইকেল নিয়ে কাজ করা পুরুষ সহকর্মীদের মতো তারাও এখন ব্যবহার করবেন স্কুটি (এক ধরনের মোটরসাইকেল)। রবিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া তাদের হাতে এই মোটরসাইকেল তুলে দেন। এদিন দুপুরে রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতরে ২২ জন নারী সার্জেন্টের হাতে আনুষ্ঠানিকভাবে স্কুটির চাবি তুলে দেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি নারী সার্জেন্টদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেন, জেন্ডার বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। পুলিশে জেন্ডার বৈষম্য মেনে নেয়া হবে না। তিনি আরও বলেন, নারীরা পুরুষের চেয়ে পিছিয়ে নেই। যে নারীরা আজ সার্জেন্ট হয়েছেন তারা তাদের মেধা ও যোগ্যতা দিয়েই সার্জেন্ট হয়েছেন। কারও দয়ায় নয়। জেন্ডার বৈষম্য থাকলে আমরা এগোতে পারব না। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। আছাদুজ্জামান বলেন, ট্রাফিক পুলিশের মতো চ্যালেঞ্জিং পেশায় নারীরা এখন অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে। নারীদের কাজে লাগাতে হবে। ২০১৪ সালে পুলিশ বাহিনীতে নারী সার্জেন্ট নিয়োগের প্রক্রিয়ায় ৪৬ জন প্রার্থীর মধ্য থেকে ২৮ জনকে বেছে নেয়া হয়েছিল। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শেষে তাদের ২২ জন নিয়োগ পান ঢাকা মহানগর পুলিশে। আর হাইওয়ে পুলিশ, রাজশাহী ও রংপুর বিভাগ ও খুলনা মেট্রোতে দুই জন করে নারী সার্জেন্ট দায়িত্ব পালন করছেন।
×