ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৩, ১৫ আগস্ট ২০১৬

টুকরো খবর

ছিনতাইকারীর গুলিতে আহত বিকাশ কর্মীর মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ছিনতাইকারীদের গুলিতে আহত বিকাশ কর্মী রবিউল ইসলাম মারা গেছেন। রবিবার ভোর ৫টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রবিউল নগরীর কাজলা বৌ বাজার এলাকার আবুল কাশেমের ছেলে। তার পিঠে ও পেটে গুলি লেগেছিল। বধুবার বেলা সাড়ে ১১টার দিকে মহাগরীর মতিহার থানার বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সামনে ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছিলেন দুই বিকাশ কর্মী রবিউল ইসলাম (৪০) খড়খড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম পলাশ (৩৫)। তারা নগরীর আলুপট্টি এলাকার মেসার্স ওমর আলী ডিস্ট্রিবিউশনের দুই কর্মচারী। মতিহার থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাঘায় ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রায়হান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাঘা থানা পুলিশ উপজেলার জোতরাঘব এলাকার একটি আম বাগান থেকে তাকে গ্রেফতার করে। সাভারে ২২ হাতবোমা উদ্ধার নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৪ আগস্ট ॥ সাভারে ব্যাগভর্তি ২২টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে বিরুলিয়া ইউনিয়নের খাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ‘আমিন মোহাম্মদ’ গ্রুপের একটি খালি জায়গা থেকে হাতবোমাগুলো উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সকালে ওই খালি জায়গার সীমানা প্রাচীরের পাশে একটি কালো ব্যাগ দেখতে পান স্থানীয়রা। পরে বিরুলিয়া ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুলে ২২টি হাতবোমা উদ্ধার করে। হাতবোমাগুলো ব্যাগের ভিতরে ফোম দিয়ে ঢাঁকা ছিল। পুলিশ হাতবোমাগুলো উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। নাশকতা ও ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য হাতবোমাগুলো ওই খানে রাখা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান। এ্যাম্বুলেন্স চালককে ছুরিকাঘাত নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৪ আগস্ট ॥ এ্যা¤ু^লেন্সের ভাড়া নিয়ে এক চালকের ছুরিকাঘাতে মাছুম নামে অপর এক চালক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের (গৌরীপুর) ভিতরে। আশঙ্কাজনক অবস্থায় আহত চালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের আবু মিয়ার ছেলে। অপর চালক মিজান একই গ্রামের মোবারক হোসেনের ছেলে। মাইক্রোবাস চালক সমিতি ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ভাড়া নিয়ে চালক মাসুম এবং মিজানের মধ্যে কথাকাটাকাটি এবং মনোমালিন্য হয়। সমিতির লোকজন বসে উভয়ের মধ্যে মিলমিশ করে দেয়। ওই ঘটনার রেশ ধরেই রবিবার দুপুরে হাসপাতালের ভিতরে চালক মিজান মাসুমের উপর অতর্কিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আল আমিন নামের এক চালক তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়। দুই যুবক আটক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হাকিমপুর উপজেলার বড়চড়া এলাকা থেকে ৪শ’ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে রবিবার ভোরে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো, উপজেলার বড়চড়া গ্রামের আলী মিয়ার ছেলে এরফান আলী (৩০) এবং সোবাহান আলীর ছেলে জহুরুল ইসলাম (২৬)। বিজিবি জানায়, রবিবার ভোরে ওই দুই মাদক বিক্রেতা ভারত থেকে ফেন্সিডিল পাচার করে এনে বাড়িতে মজুদ করছেÑএ খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় তাদের বাড়ি তল্লাশি করে ৪শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরফান এবং জহুরুলকে আটক করা হয়েছে। পার্বতীপুর পৌর ভবন উদ্বোধন স্থগিত নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১৪ আগস্ট ॥ রবিবার বেলা ১১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের পার্বতীপুর পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধনের কথাছিল। এ উপলক্ষে সম্পন্ন করা হয় সকল প্রস্তুতি। তবে ভবন নির্মিত হচ্ছে অন্য সংস্থার ভূমিতে। এ ছাড়াও এ জায়গা ও পার্শ্ববর্তী রামপুর ইউনিয়নের মধ্যে সীমানা নির্ধারণের মামলা রয়েছে আদালতে। এ তথ্য জানার পর শেষ মুহূর্তে মন্ত্রী উদ্বোধন স্থগিত করেন। সূত্রমতে, পার্বতীপুর ও রামপুর যৌথ মৌজায় পার্বতীপুর পৌর টার্মিনালের ৬.৩৮ একর ভূমির মধ্যে ২২শতক রেল ভূমিতে নতুন পৌরভবন নির্মিত হচ্ছে। এলজিআরডি মন্ত্রণালয়ের ৩ কোটি ১১ লাখ ১৯ হাজার টাকা অর্থ বরাদ্দে ভবন নির্মাণ করা হয়। এর আগে ২০১১সালে টার্মিনাল ক্যাম্পাসের ৯ একর ভূমিতে কোটি টাকা বরাদ্দে প্রথম পৗর ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। প্রাথমিক আরসিসি পিলার কাজে ঠিকাদারকে ২০ লাখ টাকা পরিশোধ করা হয়। তবে পৌরসভার সাথে রেলের ভূমির মালিকানার মামলায় নির্মাণ কাজ বন্ধ হয়ে প্রকল্পটি পরিত্যক্ত হয়ে পড়ে। ভবন বরাদ্দের ঐ অর্থের আর হদিস পাওয়া যায়নি। এই বিষয়গুলো মন্ত্রী জানতে চান পৌর কর্তৃপক্ষের কাছে। ভাঙ্গন রোধের কাজ দ্রুত করার দাবি নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৪ আগস্ট ॥ মাস্টার প্লান করে দ্রুতগতিতে নদী ভাঙ্গা বন্ধের কাজ করার দাবিতে ভোলায় মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নতুন বাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস্ ডিফেন্ডাস ফোরামের আয়োজনে ১২টি সংগঠন এ মানববন্ধনে অংশ নেয়। হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরামের ভোলা শাখার সভাপতি মোবাশ্বির উল্ল্যাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী অভিনাস নন্দি, শাহেদ আলী প্রমুখ। এ সময় বক্তরা ভোলাকে রক্ষার জন্য সরকার যে টাকা বরাদ্দ করেছে তার সঠিক ব্যবহারের জন্য সেনাবাহিনীকে তত্ত্বাবধান করার জন্য দাবি জানান। হামলায় আহত ২১ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৪ আগস্ট ॥ প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কালকিনি উপজেলার আলীনগরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছে। এদের মাদারীপুর সদর হাসপাতালসহ উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, আলীনগর এলাকার কোলচরী সস্তাল গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শিপন মোল্লার সঙ্গে একই এলাকার খলিল বেপারীর শত্রুতা চলে আসছে। এর জের ধরে খলিল বেপারীর নেতৃত্বে মাহাবুব বেপারী ও মকবুল বেপারীসহ ১০-১২ জন মিলে শিপন মোল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের বাধা দিলে কালাম মোল্লা, শিপন মোল্লা, আলামীন মোল্লা, গিয়াস উদ্দিন, ফাহিমা বেগম, মনির মোল্লা, শাকিল মোল্লা, জয়নাল মোল্লা, রাজু মোল্লা, বজলু বেপারী, মতিন হাওলাদার ও শাহাদাত বেপারীসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছে। পানি সঙ্কটে হাসপাতাল ছাড়ছে রোগী স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ তীব্র পানি সংকটের কবলে পড়েছে গোমস্তাপুর উপজেলা কমপ্লেক্স। গত চার দিন ধরে কোন ধরনের বিশুদ্ধ পানির সরবরাহ নেই। বাধ্য হয়ে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, বিশুদ্ধ পানি সরবরাহের একমাত্র অবলম্বন একটি মাত্র গভীর নলকূপ। সেই নলকূপটি অচল হয়ে পড়ার কারণে সংকট তীব্র হয়েছে। এমনকি হাসপাতাল ও কমপ্লেক্স চত্বরে বসবাসকারী কর্মকর্তা-কর্মচারীরা বাসায় পানি পাচ্ছে না। এসব পরিবার বাইরে থেকে বহু কষ্টে পানি নিয়ে আসছে। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম জানান, অচল পাম্পটি জরুরী ভিত্তিতে সংস্কার করে পানি সরবরাহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেতার মুক্তি দাবিতে আওয়ামী লীগের মানববন্ধন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শিবগঞ্জ মডেল হাই স্কুলের সামনে রবিবার সকালে। এতে বক্তব্য রাখেন শিবগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সামশুর রহমান বাবু, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু, আব্দুস রহমান, মামুন-অর-রশিদ প্রমুখ। উল্লেখ্য, নয়ালাভাঙ্গা ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ৬ আগস্ট রানীহাটি কলেজ মোড় থেকে আটক করে র‌্যাব। একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। সাবেক মেয়র শামিমের জামিন নামঞ্জুর নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৪ আগস্ট ॥ সিংড়ার সাবেক পৌর মেয়র বিএনপি নেতা এবং মিউনিসিপ্যাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) সাবেক মহাসচিব শামিম আল রাজিকে নাশকতা মামলায় জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, গত বছরের ২৬ জানুয়ারি সিংড়ার তৎকালীন পুলিশের এসআই শফিকুল ইসলাম পুলিশের ওপর হামলা ও রাষ্ট্রীয় কাজে বাধা এবং বাস ভাঙচুরের অভিযোগ এনে সিংড়া থানায় মামলা করেন। পরে এ মামলার সম্পূরক চার্জশীটে শামিম-আল-রাজির নাম অন্তর্ভুক্ত করা হয়।
×