ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যারা শান্তির ধর্ম ইসলামকে নিয়ে খেলছে এদেশে তাদের স্থান নেই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪২, ১৫ আগস্ট ২০১৬

যারা শান্তির ধর্ম ইসলামকে নিয়ে খেলছে এদেশে তাদের স্থান নেই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৪ আগস্ট ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল্লাহ জেহাদ, হুজিসহ নানা জঙ্গী সংগঠনের মদদে জামায়াত-শিবিরের ছত্রছায়ায় স্বাধীনতাবিরোধী চক্র দেশে জঙ্গী তৎপরতা চালাচ্ছে। তিনি উল্লেখ করেন, সারাদেশে ১শ’ থেকে দেড়শ’ জঙ্গী রয়েছে। অধিকাংশকেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে। এরা ধর্মের নামে, ইসলামের নামে আমাদের দেশকে কালিমালেপন করতে চাচ্ছে। ইসলামসহ কোন ধর্মই হতাকা- সমর্থন করে না। দেশী-বিদেশী ষড়যন্ত্রে যারা শান্তির ধর্ম ইসলামকে নিয়ে খেলছে, তাদের বাংলাদেশে কোন স্থান নেই। তাই দেশ থেকে জঙ্গীদের অপতৎপরতা প্রতিহত করার লক্ষ্যেই পুলিশকে আরও আধুনিকায়ন করা হচ্ছে। গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে সাঘাটা উপজেলায় নবনির্মিত সাঘাটা থানার প্রশাসনিক ভবন উদ্বোধন উপলক্ষে রবিবার সাঘাটা থানা চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন। তিনি নবনির্মিত থানার প্রশাসনিক ভবন উদ্বোধন করেন। গাইবান্ধা পুলিশ সুপার মোঃ আশরাফুল ইসলাম সভাপতিত্ব করেন।
×