ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পায়রার ভাঙ্গন-আতঙ্কে ২০ গ্রামের মানুষ

প্রকাশিত: ০৫:৪২, ১৫ আগস্ট ২০১৬

পায়রার ভাঙ্গন-আতঙ্কে  ২০ গ্রামের মানুষ

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৪ আগস্ট ॥ বরগুনা সদরের গোলবুনিয়া এলাকার পায়রা নদীর বাঁধ নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এতে আতঙ্কে রয়েছে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ। ভুক্তভোগী এলাকাবাসী বলেন, বুড়িশ্বর (স্থানীয়ভাবে পায়রা নামে পরিচিত) নদীর তীরের গোলবুনিয়া এলাকার বাঁধটি গত বছরের অক্টোবরে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরী ভিত্তিতে বাঁধটির ওই অংশ মেরামত করে। কিন্তু মে মাসে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বাঁধটি আবার ক্ষতিগ্রস্ত হয়। ভাঙতে ভাঙতে প্রায় আধা কিলোমিটার বাঁধ বিলীন হওয়ার পথে। এতে ওই বাঁধের অভ্যন্তরের মাইঠা, বড় লবণগোলা, ছোট লবণগোলা, মানিকখালী, গোলবুনিয়া, হাজারবিঘা, আমড়াঝুরি, চরকগাছিয়াসহ আশপাশের ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম আতঙ্কের মধ্যে আছেন। বাঁধটি ভেঙ্গে গেলে বরগুনা পৌর শহরের নয়াকাটা ও পুলিশ লাইনস এলাকাও ক্ষতিগ্রস্ত হবে। মানিকখালী গ্রামের লতিফ সিকদার বলেন, দ্রুত মেরামতের উদ্যোগ না নিলে পুরো বাঁধটি অচিরেই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এলাকার মানুষ এখন আতঙ্কে রাতে ঘুমাতে পারছে না। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম বলেন, বাঁধটির অবস্থা খুব খারাপ, এটা আমি জানতে পেরেছি। গত বছর বাঁধটি জরুরী ভিত্তিতে সংস্কার করা হয়। কিন্তু ওখানে নদীর স্রোত এত বেশি যে বাঁধ দিয়ে ঠেকানো কঠিন। আমরা বাঁধটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করেছি।
×