ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গৃহবধূ কিশোর ও যুবক খুন

প্রকাশিত: ০৫:৪২, ১৫ আগস্ট ২০১৬

গৃহবধূ কিশোর ও  যুবক খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুরে স্বামী ও সতীন মিলে পুত্রের সামনেই গৃহবধূকে জবাই, ফটিকছড়িতে কিশোর ও ভালুকায় যুবককে খুন করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুর ॥ কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় স্বামী ও তৃতীয় স্ত্রী মিলে পুত্রের সামনেই দ্বিতীয় স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। রবিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং ঘাতক স্বামী ও তৃতীয় স্ত্রীকে আটক করেছে। নিহতের নাম রহিমা বেগম (২৭)। তিনি কুড়িগ্রামের রাজারহাট নেকুরতলী গ্রামের হযরত আলীর দ্বিতীয় স্ত্রী। আটককৃতরা হলো- হযরত আলী ও তার তৃতীয় স্ত্রী কাজলী বেগম। তারা বড়ইছুটি এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন। পুলিশ জানায়, প্রথম স্ত্রী হযরত আলীকে ছেড়ে চলে যাওয়ার পর প্রায় ১২ বছর আগে রহিমাকে তিনি বিয়ে করেন। ওই সংসারে রবিউল (৮) নামের এক ছেলে রয়েছে। প্রায় পাঁচ বছর আগে হযরত আবার কাজলী বেগমকে বিয়ে করেন। এক বছর ধরে তারা বড়ইছুটি গ্রামের মিজানুর রহমানের বাড়িতে দুই কক্ষে দুই স্ত্রীকে নিয়ে বসবাস এবং বিভিন্ন কারখানায় চাকরি করেন। দাম্পত্য কলহের জেরে শনিবার রাত দুইটার দিকে হযরত আলী ও তার তৃতীয় স্ত্রী কাজলীকে সঙ্গে নিয়ে রহিমাকে তার ছেলের সামনে দা দিয়ে জবাই করে হত্যা করে। এ সময় নিহতের ছেলে রবিউল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ঘাতকদের আটক করে থানায় খবর দেয়। ফটিকছড়ি, চট্টগ্রাম ॥ উপজেলার ভূজপুর থানার সুয়াবিল বারমাসিয়া এলাকায় শনিবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রুমি দে (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। রবিবার সকালে স্থানীয় সড়কের পাশে রুমির মৃতদেহ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। জানা গেছে, এলাকার গনেশ দে’র পুত্র এ রুমি দে বৈদ্দ্যরহাটের একটি গ্যারেজের দোকানে কাজ করছিল। দোকান বন্ধ করে রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে কতিপয় দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে সড়কের পাশে ফেলে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণে রাতেই সে প্রাণ হারায়। ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকা ডিগ্রী কলেজ এলাকার রাস্তার পাশ থেকে মেহেদী হাসান পাপ্পু (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত মেহেদী হাসান পাপ্পু ভালুকা পৌর সদরের কলেজপাড়া এলাকার আইয়ুব আলী সরকারের ছেলে।
×