ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ ও শম্ভুক সেতু ॥ পাল্টে যাচ্ছে দৃশ্যপট

প্রকাশিত: ০৫:৪২, ১৫ আগস্ট ২০১৬

হবিগঞ্জ ও শম্ভুক সেতু ॥ পাল্টে যাচ্ছে দৃশ্যপট

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৪ আগস্ট ॥ দীর্ঘদিনের অবহেলিত জনপদে বর্তমান সরকারের উন্নয়নের আরও এক ধাপ এগিয়ে বাস্তবরূপ নিতে যাচ্ছে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত হবিগঞ্জ ও শম্ভুক সেতু। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে মানুষ ও যানবাহন চলাচলের জন্য উদ্বোধন করে খুলে দেয়া হবে প্রত্যাশিত সেতু দুটির সোনালি দ্বার। এতে পাল্টে যাচ্ছে দৃশ্যপট। লাঘব হচ্ছে এ অঞ্চলের মানুষের শত বছরের দুঃখ-কষ্ট-দুর্ভোগ। বর্তমান সরকারের নিজস্ব অর্থায়নে মাদারীপুরের ত্রিভাগদী-জিসি-মিঠাপুরহাট-হবিগঞ্জহাট-শেখপুর-মোল্লারহাট সড়কের হবিগঞ্জ আড়িয়াল খাঁ নদের ওপর ৬৩ কোটি ৯৪ লাখ ৯২ হাজার টাকা এবং শিবচরের শম্ভুক আড়িয়াল খাঁ নদের ওপর ৭০ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ৫২০ মিটার দৈর্ঘ্যরে দুটি সেতুর নির্মাণ কাজ শুরু হয়। এর মধ্যে শম্ভুক সেতুর নির্মাণ কাজ ২০১৩ সালের ১৩ আগস্ট শুরু হয়ে চলতি বছর ১২ ফেব্রুয়ারি শেষ হয়। হবিগঞ্জ সেতুর নির্মাণ কাজ ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলতি বছর ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা। সেতু দুটি খুব শীঘ্রই লক্ষাধিক মানুষের পারাপারের বন্ধু হয়ে উঠবে। ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান মৃধা বলেন, প্রায় পাঁচশ বছরের অধিক সময় ধরে ধুরাইল ইউনিয়নের জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। আড়িয়াল খাঁ নদের ওপর ২টি ব্রিজ নির্মাণ করায় ৫/৬টি ইউনিয়নের জনগণের ভাগ্যের চাকা খুলে যাচ্ছে।
×