ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালে শোক দিবসের প্রচারে বাধা

প্রকাশিত: ০৫:৪১, ১৫ আগস্ট ২০১৬

বরিশালে শোক দিবসের প্রচারে বাধা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভুয়া শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের বিরুদ্ধে জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডের প্রচার মাইকে বাধা প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায়। বাটাজোর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের হাওলাদার বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনিয়ন কমান্ডের আয়োজনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের অংশগ্রহণের জন্য রবিবার সকাল নয়টার দিকে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়। তিনি অভিযোগ করেন, অটোরিক্সাযোগে প্রচার মাইক সাড়ে নয়টার দিকে বাটাজোর বন্দর এলাকায় পৌঁছলে স্থানীয় ইসমাত হোসেন রাসু কারিকর প্রচারণায় বাধা প্রদান করে প্রচারকর্মীকে গাড়ি থেকে নামিয়ে দেয়। তিনি (রাসু) হুমকি দিয়ে বলেন, বাটাজোরে কোন অনুষ্ঠান হলে আমার নির্দেশ ছাড়া হবে না। স্থানীয় একাধিক মুক্তিযোদ্ধা অভিযোগ করেন, রাসুর পিতা সোনামদ্দিন কারিকর ১৯৭১ সালে লুটতরাজ করতে গিয়ে ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরধরে সহযোগীদের হাতে নিহত হয়। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে রাসু কৌশলে তার বাবাকে শহীদ মুুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে আসছে। ফলে ক্রমেই বেপরোয়া হয়ে ওঠা ইসমাত হোসেন রাসু স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানেও বাধা দিতে পিছপা হননি।
×