ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ॥ আহত ৩০

প্রকাশিত: ০৫:৩৯, ১৫ আগস্ট ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ॥ আহত ৩০

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় পাবনায় দুই, চাঁপাইনবাবগঞ্জ, সীতাকু-, নারায়ণগঞ্জ ও নীলফামারীতে একজন করে মোট ছয়জন নিহত হয়েছেন। বরিশালে পিকনিকের বাস দুর্ঘটনরায় ২০ ও ভৈরবে ১০ যাত্রী আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। পাবনা ॥ ঢাকা-পাবনা মহাসড়কে সাঁথিয়ার উপজেলার কাশিনাথপুরে আলহামরা পরিবহনের সঙ্গে করিমনের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। শনিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাঁথিয়া থানা পুলিশ জানায়, কোচটি রাত ১টার দিকে কাশিনাথপুর বাজারে এলে বিপরিতমুখী করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই করিমন চালক মনির হোসেন মারা যায় এবং কোচের সুপারভাইজার গুরুতর আহত হয়। নিহত মনির হোসেন জেলার আটঘরিয়া উপজেলার বারইপাড়া গ্রামের রইচ প্রামাণিকের ছেলে। আহত সুপারভাইজার সুরুজ আলীকে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যায়। নিহত সুরুজ আলী বেড়া পৌর এলাকার সনদেলপাড়ার মোহল্লার চাঁদ আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপ পুকুর এলাকায় রবিবার দুপুরে ট্রাকচাপায় এক আম ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তি হচ্ছেন, শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের সেতাউর রহমানের ছেলে সাজিরুল ইসলাম (৩৫)। সীতাকু-, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকু-ে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে হাসান (২৭) নামে বাসের সুপারভাইজার হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে বাসের চালকসহ অপর ৭ যাত্রী। রবিবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলালহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান দুর্ঘটনা কবলিত শ্যামলী পরিবহন বাসের সুপার ভাইজার ও ঢাকার সাভার হাসিবুল হাসানের পুত্র। নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ (শিমরাইল) এলাকায় ট্যাঙ্কলরির ধাক্কায় অজ্ঞাতনামা (৩০) এক রিকশাচালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল ৫টার দিকে সাজেদা হাসপাতাল সংলগ্ন এলাকায়। পুলিশ চালকসহ ট্যাঙ্কলরিটিকে আটক করেছে। নীলফামারী ॥ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পাথর ব্যবসায়ী সিরাজুল ইসলাম (২৬) বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে ডিমলা উপজেলার ডালিয়া-রংপুর সড়কের উত্তর সোনাখুলিতে। নিহত ব্যবসায়ী ওই উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া তালতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বরিশাল ॥ নগরীর আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকনিকের বাস দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আহত ১৩ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত দশটার দিকে। আহত বাসচালক মামুন জানান, মেহেদী পরিবহনের পিকনিকের বাসটি সন্ধ্যায় কুয়াকাটা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। ভৈরব ॥ রবিবার সকালে ভৈরবের শম্ভুপুর এলাকায় কিশোরগঞ্জগামী অনন্যা যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সংর্ঘষ হয়। এতে বাসের ১০ যাত্রী আহত হয়।
×