ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তাসকিনের পরীক্ষা অস্ট্রেলিয়ায়?

প্রকাশিত: ০৫:৩৮, ১৫ আগস্ট ২০১৬

তাসকিনের পরীক্ষা অস্ট্রেলিয়ায়?

স্পোর্টস রিপোর্টার ॥ পেসার তাসকিন আহমেদের বোলিং এ্যাকশনের পরীক্ষা অস্ট্রেলিয়ায় হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘তাসকিনের বিষয়ে মোটামুটি নিশ্চিত। শীঘ্রই ওর অফিসিয়াল টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। খুব সম্ভবত অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।’ এ বছর ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে হল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্পিনার আরাফাত সানি ও পেসার তাসকিনের বোলিং এ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার। চেন্নাইয়ে আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) অনুমোদিত ল্যাবে পরীক্ষা দেয়ার পর দু-জনেই নিষিদ্ধ হন। এরপর থেকে এ্যাকশনের ত্রুটি সংশোধনে বিসিবির তৈরি কমিটির অধীনে কাজ করে যাচ্ছেন তারা। স্থানীয় ওই রিভিউ কমিটিতে দেয়া পরীক্ষায় ইতোমধ্যে পাস করেছেন তাসকিন। তাকে আইসিসির ল্যাবে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিসিবি। আকরামের বক্তব্য সেটি হতে পারে অস্ট্রেলিয়া। সানিও তাসকিনের সঙ্গী হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘সানিকে নিয়ে রিভিউ কমিটির রিপোর্ট হাতে পেলে সিদ্ধান্ত নেব। ইতিবাচক হলে ওকেও তাসকিনের সঙ্গে পাঠানো হতে পারে।’ নিষেধাজ্ঞা শেষ করা মোহাম্মদ আশরাফুলের ঘরোয় ক্রিকেটে খেলা নিয়েও কথা বলেন আকরাম। এ্যাশের আসন্ন বিসিএলে অংশগ্রহণের বিষয়টি কোচ ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি। চট্টগ্রাম আবাহনীর বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) উত্তর বারিধারকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম আবাহনী। ৩০ সেকেন্ডেই গোল করেন জাহিদ হাসান, দেশের ফুটবলে যা দ্রুততম গোলের রেকর্ড। ৫ মিনিটে বারিধারাকে খনিকের স্বস্তি এনে দিয়ে স্কোরলাইন ১-১ করেছিলেন খালেকুজ্জামান সবুজ। বাকি গল্পটা কেবলই চট্টগ্রাম আবাহনীর। ২১ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল ৩৯ ও ৪৫ মিনিটে ইব্রাহিমের জোড়া গোলে বিরতির আগেই ৪-১। এরপর শাকিল ও রায়ানের আরও দুই গোলে ৬-১ এর বিশাল জয়ে মাঠ ছাড়ে বন্দরনগরীর ক্লাবটি। জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বো টেস্টে ব্যাট হাতে জবাবটা ভালই দিচ্ছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার করা ৩৫৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে অতিথি অসিদের সংগ্রহ ১৪১ (৪৩ ওভার)। ৬১ রান নিয়ে অপরাজিত অধিনায়ক স্টিভেন স্মিথ। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে কম বয়সে (২৭ বছর ৭৩ দিন) ৪ হাজার রানের ল্যান্ডমার্ক অতিক্রম করেন তিনি। ইনিংসের (৮০ নম্বর) হিসেবে যা দেশটির চতুর্থ দ্রুততম। ক্যারিয়রের ৪৪তম টেস্টে স্মিথের ১৮তম হাফসেঞ্চুরি এটি, সেঞ্চুরি আছে ১৪। গড় ৫৯.৩০Ñ ‘রিয়েল’ জিনিয়াস বলতে যা বোঝায়। টানা দুই হারে আগেই তিন টেস্টের সিরিজটা খুইয়েছে অস্ট্রেলিয়া। সফরজুড়ে সতীর্থ ব্যাটসম্যানদের ভরাডুবির মাঝে ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর কঠিন লড়াইয়ে দ্বিতীয় হাফ সেঞ্চুরিটি তুলে নিলেন তিনি। সঙ্গী শন মার্শ অপরাজিত আছেন ৬৪ রান করে। ব্যক্তিগত ১১ রানে আউট হয়ে গেছেন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তার আগে ৫ উইকেটে ২১৪ রান নিয়ে শুরু করা শ্রীলঙ্কা এদিন আর ১৪১ রান যোগ করতে বাকি ৫ উইকেট হারায়। ১১৬ রানে অপরাজিত ধনঞ্জয়া ডি সিলভা আউট হন ১২৯ রান করে। সেঞ্চুরি পেয়েছেন দলটির হালের সেরা ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল। ৬৪ রান নিয়ে শুরু করা লঙ্কান সহঅধিনায়ক সাজঘরে ফেরার আগে খেলেছেন ১৩২ রানের দারুণ এক ইনিংস। ৩১তম টেস্টে এটি তার সপ্তম সেঞ্চুরি। আর ক্যারিয়ারের মাত্র তৃতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় ধনঞ্জয়া, ২৬ রানের মধ্যে ৫ উইকেট হারানো দলকে টেনে তুলেছেন এই দু-জনে। উপমহাদেশে অস্ট্রেলিয়ার অবস্থা ‘বাঘের মাসি বিড়ালের’ মতো। অনেকে ভেবেছিলেন এবার পরিস্থিতি বদলাবে। কারণ, সম্প্রতি যাচ্ছেতাই লঙ্কানরা, অসিরা সেখানে র‌্যাঙ্কিংয়ের ‘নাম্বার ওয়ান’। সেই তারাই এখন ‘হোয়াইওয়াশের’ শঙ্কার মুখে! মূলত লঙ্কান স্পিনেই বিধ্বস্ত অতিথিরা। আগের দুই টেস্টে ৩৫ উইকেট নিয়েছেন স্পিনার রঙ্গনা হেরাথ (১৫), দিলুরুয়ান পেরেরা (১১) ও নাবগত লক্ষণ সানদাকান (৯)!
×