ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক পায়ে জুতা তার অন্য পা খালি...

প্রকাশিত: ০৫:৩৮, ১৫ আগস্ট ২০১৬

এক পায়ে জুতা তার অন্য পা খালি...

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকের ৩০০০ মিটার স্টিপলচেস ইভেন্টের ২২০০ মিটার পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। কিন্তু এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে এক প্রতিযোগী পড়ে যান ইথিওয়ান দূরপাল্লার দৌড়বিদ ইতেন্স দিরোর উপর। যে কারণে মাঝপথে থেমে বাধ্য হয়ে এক পায়ের জুতা খুলতে হয় তাকে। তারপরও দমে যাননি ইতেন্স দিরো। শেষ পর্যন্ত এক জুতা পরেই সপ্তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন তিনি। কিন্তু ফাইনালে খেলার যোগ্যতা হারালেও স্টেডিয়ামের দর্শকদের হৃদয় জয় করে নেন এই ইথিওপিয়ান। শুধু দর্শকদের কথা বললে অবশ্য ভুলই হবে। কেননা পরবর্তীতে আন্তর্জাতিক এ্যাথলেটিক ফেডারেশনের কর্মকর্তাদের আবেগকেও ছোঁয়ে ফেলে দিরোর অদম্য প্রচেষ্টা। তাই তো ফাইনালে খেলার সুযোগ করে দেন তাকে। আজ ফাইনালে কী করেন সেটাই এখন দেখার অপেক্ষা। এদিকে ইংলিশ সমর্থকদের হৃদয় ভেঙ্গেছেন জেসিকা ইন্নি হিল। কেননা লন্ডন অলিম্পিকে জেতা হেপ্টাথলনে স্বর্ণপদক ধরে রাখতে পারেননি তিনি। শনিবার তাকে পেছনে ফেলে স্বর্ণপদক জিতে নিয়েছেন বেলজিয়ামের নাফি থিয়াম। প্রতিযোগিতার শেষ ডিসিপ্লিন, ৮০০ মিটার জিতেন ঠিকই। কিন্তু স্বর্ণপদকের জন্য ইন্নিস হিলের জন্য তা যথেষ্ট ছিল না। অন্যদিকে ৩৫ পয়েন্ট নিয়ে স্বর্ণপদ জিতে নেন থিয়াম। চার বছর আগে ঘরের মাঠে হেপ্টাথলনে স্বর্ণ জয়ের পরই প্রথম সন্তানের মা হন জেসিকা ইন্নিস। সন্তান নেয়ার ঠিক ১৩ মাস পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেন তিনি। তাই এবার ব্রিটেনের প্রথম প্রমীলা এ্যাথলেট হিসেবে ইন্নিস হিলের সামনে ছিল অলিম্পিকের স্বর্ণ ধরে রাখার দারুণ সুযোগ। কিন্তু শেষ পর্যন্ত তা আর কাজে লাগাতে পারেননি ৩০ বছর বয়সী এই তারকা। ২০০৪ সালের পর লংজাম্প থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথম স্বর্ণপদক উপহার দিলেন জেফ হেন্ডারসন। দক্ষিণ আফ্রিকার লুভো মানিওনগা এবং ব্রিটেনের গ্রেইগ রাদারফোর্ডকে হারিয়ে স্বর্ণ জিতেন তিনি। আর জার্মানিকে ডিসকাস থ্রো থেকে স্বর্ণপদক জেতালেন ক্রিস্টোফ হার্টিং।
×