ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অধিনায়ক কোহলির দারুণ অর্জন, তৃতীয় টেস্টে ২৩৭ রানের বড় হার স্বাগতিক উইন্ডিজের

দাপুটে জয়ে সিরিজ ভারতের

প্রকাশিত: ০৫:৩৮, ১৫ আগস্ট ২০১৬

দাপুটে জয়ে সিরিজ ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ উইন্ডিজ সফরে অব্যাহত রয়েছে ভারতীয়দের আধিপাত্য। সেন্ট লুসিয়ার তৃতীয় টেস্টে স্বাগতিক ক্যারিবীয়দের ২৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ পকেটে পুড়েছে বিরাট কোহলির দল। ৩৪৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে জেসন হোল্ডারদের সংগ্রহ ছিল ২২৫, ভারত করে ৩৫৩ ও ২১৭/৭ (ডিক্লে.)। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (১১৮ রান ও ৩ উইকেট)। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জনে নাম লিখিয়েছেন কোহলি। উইন্ডিজে প্রথম ভারতীয় ‘অধিনায়ক’ হিসেবে সিরিজে দুটি টেস্ট জিতলেন তিনি। সর্বোপরি বিদেশের মাটিতে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। দুর্দান্ত এই সাফল্যে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে ভারত (দ্বিতীয়)। ত্রিনিদাদের শেষ ম্যাচটা জিতলেই এক নম্বরে উঠে যাবে তারা। স্বাগতিকদের আগাম হুমকিটাও দিয়ে রেখেছেন সুপার কোহলি, ‘জ্যামাইকায় (দ্বিতীয় টেস্ট) পঞ্চম দিনে আমরা রীতিমতো পরীক্ষার মুখোমুখি হয়েছিলাম। কিন্তু এখানে শুরু থেকেই ভাল হয়েছে। যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পেরেছি। আমি খুব খুশি। তবে আত্মতুষ্টিতে ভুগতে চাই না। ত্রিনিদাদের শেষ ম্যাচটাতে (বৃহস্পতিবার থেকে) আরও ভাল ক্রিকেট খেলব। নিজেদের পুরোপুরি মেলে ধরতে চাই।’ সেন্ট লুসিয়ায় ঋদ্ধিমান সাহা (১০৪) ও রবিচন্দ্রন অশ্বিনের (১১৮) ব্যাটিংয়ের প্রশংসা করেন অধিনায়ক। প্রথম ইনিংসে এক পর্যায়ে ৮৭ রানে চতুর্থ ও ১২৬ রানে পঞ্চম উইকেট হারানো ভারতকে বড় সংগ্রহ এনে দেন এই দুইজন। প্রায় সাড়ে তিন শ’ রান করে জিততে হলে হোল্ডারদের নতুন রেকর্ড গড়তে হতো। ঘরের মাটিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তাদের আগের সর্বোচ্চ রান ছিল ২৯৮, সেটি ২০০৬ সালে। ব্যাটসম্যানদের আত্মাহুতির মাঝে সেই কষ্টটাও করতে হয়নি! সর্বোচ্চ ৫৯ ড্যারেন ব্রাভোর। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর মারলন স্যামুয়েলস (১২) ও রোস্টন চেজ (১০)। ইনিংসের আয়ু ৪৭.৩ ওভার। দীর্ঘদিন পর প্রত্যাবর্তনে প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া পেসার ভুবনেশ্বর কুমার এবারও নিয়েছেন ৩ উইকেট। ইশান্ত শর্মা আর রবীন্দ্র জাদেজা ২টি করে। কেবল উইন্ডিজে নয়, ২০০৫ সালের পর এই প্রথম এশিয়ার বাইরে কোন দেশে গিয়ে একই সিরিজে দুটি টেস্ট জিতল ভারত, গুচ্ছ-দ্বীপের দেশে প্রথম। ২৩৭ রানের জয়টা এশিয়ার বাইরে ভারতের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। ওপরের দুটি ১৯৮৬ সালে ইংল্যান্ডে (২৭৯ রান) ও ১৯৬৮ সালে নিউজিল্যান্ডে (২৭২ রান)।
×