ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইরানী ডোপ পাপী মোরাদির স্বর্ণ জয়

প্রকাশিত: ০৫:৩৭, ১৫ আগস্ট ২০১৬

ইরানী ডোপ পাপী মোরাদির স্বর্ণ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ নিষিদ্ধ ড্রাগ গ্রহণের জন্য দুই বছর নিষিদ্ধ ছিলেন সোহরাব মোরাদি। ইরানের এ ভারোত্তোলক ব্যথানাশক হিসেবে মিথেডোন গ্রহণ করেছিলেন। এক বছর আগে আবার নতুন করে শুরু করা এ ভারোত্তোলকই এবার পুরুষদের ৯৪ কেজি শ্রেণীতে স্বর্ণ জিতেছেন। জার্মানির ক্রিশ্চিয়ান রেইটজ পুরুষদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে স্বর্ণ জয় করেন। ট্র্যাম্পোলিনে বেলারুশের পক্ষে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন উলাদজিসলাউ হাঞ্চারু। মহিলাদের একক স্কালস ইভেন্টে অস্ট্রেলিয়ার কিম ব্রেনান এবং পুরুষদের একক স্কালসে নিউজিল্যান্ডের মাহে ড্রাইসডেল স্বর্ণপদক জয় করেছেন।২০০৮ সালে বেজিংয়ে ব্রোঞ্জ এবং ২০১২ সালে লন্ডনে স্বর্ণ পদক জিতেছিলেন ড্রাইসডেল। ৩৭ বছর বয়সী এ রোয়ার এবার সেই পদক ধরে রাখলেন। তার মাত্র ৩ সেন্টিমিটার পেছনে থেকে রৌপ্য জয় করেন ক্রোয়েশিয়ার ড্যামির মার্টিন। আর মহিলাদের এই একই ইভেন্টে স্বর্ণপদক গেছে অসিদের দখলে। জিতেছেন কিম। গত আট বছর তাকে এই স্বর্ণপদকের জন্য অপেক্ষা করতে হয়েছে। এর আগে তার স্বামী স্কট ব্রেনান বেজিং অলিম্পিকের ডাবল স্কালসে স্বর্ণপদক জিতেছিলেন। একই ঘরে এবার আরেকটি সোনা আসল। তবে বিশেষ ঘটনা ছিল পুরুষদের ৯৪ কেজি শ্রেণীর ভারোত্তোলনে। সেখানে ডোপপাপী মোরাদির জন্য ছিল কঠিন চ্যালেঞ্জ। কারণ দুই বছর ডোপপাপের জন্য নির্বাসিত ছিলেন এ ইরানিয়ান ভারোত্তোলক। শেষ পর্যন্ত তিনিই জিতে গেলেন স্বর্ণপদক। সবমিলিয়ে তিনি উত্তোলন করেন ৪০৩ কেজি। বেলারুশের ভাদজিম স্ট্রাল্টস্যু ৩৯৫ কেজি তুলে রৌপ্য এবং লিথুয়ানিয়ার অরিমাস দিজবালিস ৩৯২ কেজি তুলে ব্রোঞ্জ জয় করেন। তবে এই ইভেন্টের অন্যতম ফেবারিট পোল্যান্ডের দুই ভাই টমাস ও আড্রিয়ান জিয়েলিনস্কি রিও অলিম্পিকের আগে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় বাদ পড়েন। সে কারণেই মোরাদির স্বর্ণ জয়ে বাড়তি সুবিধা হয়েছে। ২০১২ অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন আড্রিয়ান। নিষিদ্ধ ওষুধ ন্যানড্রোলিন গ্রহণের জন্য টমাস পজিটিভ হওয়ার দু’দিন পরই আড্রিয়ানও একই ভাগ্য বরণ করেন। দুই ডোপপাপী বাদ পড়েছেন। আর আরেকজন ডোপপাপী নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে স্বর্ণ জিতেছেন এটাই সবচেয়ে বিস্ময়কর ঘটনা। একই দিনে পুরুষদের স্কিট শূটিংয়ে মারকাস সভেনসনকে হারিয়ে স্বর্ণ জয় করেন ইতালির গ্যাব্রিয়েলি রোসেটি। ২৬ বছর বয়সী সুইডিশ মারকাস শেষ শটটা মিস করে রৌপ্য জয় করেন। আর নিরপেক্ষ প্রতিযোগী আব্দুল্লাহ আল রাশিদি ব্রোঞ্জপদক পান। পুরুষদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তলে রেকর্ড ৩৪ স্কোর ছুঁয়ে জার্মানিকে শূটিং থেকে তৃতীয় স্বর্ণ এনে দেন রেইটজ। আর মহিলাদের একই ইভেন্টে জার্মানির পক্ষেই স্বর্ণ জয় করেন মোনিকা কার্শ।
×