ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বর্ণপদক ধরে রেখে ইতিহাস ফারাহর

প্রকাশিত: ০৫:৩৭, ১৫ আগস্ট ২০১৬

স্বর্ণপদক ধরে রেখে ইতিহাস ফারাহর

স্পোর্টস রিপোর্টার ॥ আবার দেখা গেল ‘মোবট’! এবার রিও অলিম্পিকের ট্র্যাকে। সোমালিয়ার বংশোদ্ভূত ব্রিটিশ দৌড়বিদ মোহাম্মদ ফারাহ ১০ হাজার মিটারে তার অলিম্পিক স্বর্ণপদক ধরে রেখেছেন। যদিও সতীর্থ গ্যালেন রাপের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলেন দশম ল্যাপে। কিন্তু এরপরও তিনি ২৭ মিনিট ৫.১৭ সেকেন্ড সময় নিয়ে শেষ করে স্বর্ণ জিতে তার বিশেষ উদযাপন ভঙ্গি ‘মোবট’ প্রদর্শন করেন আবার। তিনি ইতিহাসের চতুর্থ দৌড়বিদ হিসেবে ১০ হাজার মিটারে টানা দুইবার স্বর্ণ জয় করলেন। এবার তার লক্ষ্য ৫ হাজার মিটারেও স্বর্ণপদক অক্ষুণœ রাখা। সর্বশেষ টানা দু’বার ডাবল জয়ের রেকর্ড আছে ১৯৭৬ সালে ফিনল্যান্ডের ল্যাসি ভিরেনের। শনিবার ৫ হাজার মিটারের ফাইনালে জিতলেই ফারাহ একই কৃতিত্ব দেখাবেন। তবে ইতোমধ্যেই প্রথম ব্রিটিশ দৌড়বিদ হিসেবে তিনটি অলিম্পিক সোনা জয়ের ইতিহাস গড়ে ফেলেছেন ফারাহ। ফারাহর দিকে তীক্ষè দৃষ্টি ছিল সবার। ৩৩ বছর বয়সী এ দৌড়বিদ ইতোমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়নশিপসে ডাবল-ডাবলের কৃতিত্ব দেখিয়েছেন টানা দুইবার ৫ হাজার ও ১০ হাজার মিটারে স্বর্ণপদক জিতে। লন্ডন অলিম্পিকেও তিনি এ দুই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। এ কারণে রিও অলিম্পিকে নিশ্চিতভাবে তিনিই অন্যতম ফেবারিট। কিন্তু ১০ হাজার মিটারের ফাইনালে অযাচিত ঘটনাই ঘটল। ১০ নম্বর ল্যাপে গিয়ে সতীর্থ ও অনুশীলন সঙ্গী গ্যালেন রাপের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যান। তবে সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়েছেন তিনি। শেষ পর্যন্ত ফারাহই জয় তুলে নেন। এ বিষয়ে পরে এ দৌড়বিদ বলেন, ‘আমি যখন পড়ে গেলাম শুধু ভাবছিলাম উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করতে হবে, কোনভাবেই ভীত হওয়া যাবে না। উঠে দাঁড়ানোর পরই আমি মনে মনে প্রত্যাশা করছিলাম যে আর কেউ আমাকে পড়ে যেতে দেখেনি এবং জানি যে অনেক খানি পথ বাকি আছে। যদি মাত্র ৫/৬ ল্যাপ বাকি থাকত আমার মনে হয় সেখানেই আমার রেসটা শেষ হয়ে যেত। কিন্তু আমি অলিম্পিক স্বর্ণটা জিতলাম, এটা আমার তিন সন্তানের জন্য। আমি এখন আমার ছোট্ট ছেলেটার জন্য ৫ হাজার মিটারেও জিততে চাই।’ কেনিয়ার পল তানুই ২৭ মিনিট ৫.৬৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য এবং ইথিওপিয়ার তামিরাত তোলা ২৭ মিনিট ৬.২৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জয় করেন। আর ফারাহর সঙ্গে সংঘর্ষের পর রাপ হয়েছেন পঞ্চম।
×