ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ ডেনমার্কের পেনিল ব্লুমের, সাঁতারে ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে সেরা ইতালির গ্রেগোরিও

যুক্তরাষ্ট্রের ১০০০ স্বর্ণের মাইলফলক

প্রকাশিত: ০৫:৩৭, ১৫ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রের ১০০০ স্বর্ণের মাইলফলক

স্পোর্টস রিপোর্টার ॥ অলিম্পিক ইতিহাসের সেরা সাফল্যের দেশ যুক্তরাষ্ট্র। সাফল্যে দেশটির একচ্ছত্র আধিপত্যই বলা যায়। চলমান রিও অলিম্পিকেও অসাধারণ একটি মাইলফলক স্পর্শ করেছে দেশটি। মোট ১০০০ স্বর্ণপদক জিতেছে যুক্তরাষ্ট্র। তবে সংখ্যাটা নিয়ে কিছুটা বিতর্ক আছে। কেউ বলছেন স্বর্ণ সংখ্যা ৯৯৯ বা ১০০১টি। শনিবার রাতে সাঁতারু সিমোনে ম্যানুয়েল যখন টাচলাইন স্পর্শ করেন তখনই অলিম্পিকের ইতিহাসে অনন্য এক রেকর্ডের সাক্ষী হয় যুক্তরাষ্ট্র। মেয়েদের ৪দ্ধ১০০ মিটার মিডলে রিলেতে যুক্তরাষ্ট্রকে স্বর্ণ উপহার দেন ম্যানুয়েল, ক্যাথলিন বেকার, লিলি কিং ও ডানা ভোমার। এই স্বর্ণপদকের মধ্য দিয়ে অলিম্পিক ইতিহাসে ১ হাজার স্বর্ণ জয়ের রেকর্ড গড়ে মার্কিনীরা। ইউএস অলিম্পিক কমিটি এই পরিসংখ্যানের সত্যতা নিশ্চিত করেছে। ১৯০৪ সালের সেন্ট লুইস গেমসের পর থেকে স্বর্ণ পদকের এই সংখ্যা গণনা শুরু হয়েছে। ইউএস অলিম্পিক কমিটির গণনা অনুযায়ী রিও গেমসে আসার আগে যুক্তরাষ্ট্রের স্বর্ণের সংখ্যা ছিল ৯৭৭। যদিও এটা নিয়ে বিতর্ক আছে। যুক্তরাষ্ট্রের অলিম্পিক সংস্থার (ইউএসওসি) একজন ইতিহাসবিদ বলেছেন, অলিম্পিকে যুক্তরাষ্ট্রের মোট সোনা ১০০০ নয়, ৯৯৯! অলিম্পিক শুরুর আগেই বিতর্কের শুরু। অলিম্পিকের আগে ইউএসওসি ঘোষণা করেছিল অলিম্পিকে তাদের স্বর্ণসংখ্যা ৯৭৭, আর ২৩ সোনার পদক হলেই সংখ্যাটা হাজার স্পর্শ করবে। কিন্তু ইউএসওসির ইতিহাসবিদ বিল ম্যালন ‘৯৭৭’ সংখ্যাটির সঙ্গে একমত হতে পারেননি। তার মতে রিও গেমস শুরুর আগে স্বর্ণ খংখ্যা ৯৭৬। তবে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি ৯৭৭ সংখ্যাতেই অটল থাকে। এই হিসেবে ১ হাজার স্বর্ণ জয়ের অনন্য মাইলফলক স্পর্শ হয়েছে যুক্তরাষ্ট্রের। ১৮৯৬ সালে ট্রিপল জাম্পে জেমস কনোলিকে দিয়ে শুরু। এরপর একে একে বিভিন্ন ইভেন্টে এ্যাথলেটদের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে আধুনিক অলিম্পিকে যুক্তরাষ্ট্রের দাপট প্রতিষ্ঠিত হয়েছে। সর্বোচ্চ স্বর্ণ জয়ের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রাশিয়া। ফেবারিটদের পেছনে ফেলে ৫০ মেয়েদের মিটার ফ্রিস্টাইলের স্বর্ণপদক জিতেছেন ডেনমার্কের পেনিল ব্লুম। তিনি সময় নেন ২৪.০৭ সেকেন্ড। দেশকে ১৯৪৮ সালের পর প্রথম সাঁতার থেকে সোনার পদক জিতিয়েছেন ব্লুম। সুইমিংপুলের সবচেয়ে দীর্ঘ ইভেন্ট ১৫০০ মিটার ফ্রিস্টাইলে দাপটের সঙ্গে স্বর্ণপদক জিতেছেন ইতালির গ্রেগোরিও পালট্টিনিয়েরি। বাংলাদেশ সময় রবিবার সকালে হওয়া এই ইভেন্টে ১৫০ মিটারের সময় এগিয়ে যাওয়ার পর পালট্টিনিয়েরির সেরা হওয়া নিয়ে কখনও সন্দেহ জাগেনি। তার সময় লাগে তার ১৪ মিনিট ৩৫.৫৭ সেকেন্ড। প্রায় ৫ সেকেন্ড পেছনে থেকে যুক্তরাষ্ট্রের কনর জেইগার রৌপ্য ও ইতালিরই গাব্রিয়েলে ডেট্টি জিতেছেন ব্রোঞ্জপদক।
×