ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ২ খুনীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:১২, ১৫ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধুর ২ খুনীকে ফিরিয়ে আনার  প্রক্রিয়া চলছে ॥ আইনমন্ত্রী

বিকাশ দত্ত ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১২ খুনীর মধ্যে পাঁচজনের দ- কার্যকর হলেও এখনও ৬ জন বিদেশে পালিয়ে আছে। পলাতকদের মধ্যে দুই খুনীকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের আইনী প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যার ঘটনায় মৃত্যুদ-াদেশপ্রাপ্ত ১২ খুনীর মধ্যে ছয়জনের রায় এখনও কার্যকর করা যায়নি। এমনকি এই ছয়জনের মধ্যে চারজনের অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাকি দু’জনের মধ্যে লে. কর্নেল (অব) এম এম রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং লে. কর্নেল (অব) এস এইচ নুর চৌধুরী কানাডায় আছে। বঙ্গবন্ধুর পাঁচ খুনী ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও একেএম মহিউদ্দিনের দ- কার্যকর করা হয়েছে। দেশের বিশিষ্ট আইনজীবীরা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকা-ে যারা জড়িত ছিল তাদের বিচার হলেও এ হত্যাকা-ের নেপথ্যে যারা ষড়যন্ত্র করেছিল তাদের বিচার এখনও হয়নি। এমনকি তাদের চিহ্নিতও করা হয়নি। এছাড়া এ হত্যা মামলার অন্য আসামিদের দেশে ফিরিয়ে আনতে অপরাধ বিনিময় চুক্তি, সংশ্লিষ্ট দেশের আইনজীবী এবং লবিস্টদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে আইনজ্ঞরা সরকারকে পরামর্শ দিয়েছেন। যে দেশে হত্যাকারীরা বাস করছে, সে দেশের সরকারকে চাপ প্রয়োগেরও পরামর্শ দিয়েছেন। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহম্মেদ বলেছেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পলাতকদের দেশে ফিরিয়ে আনতে হবে। সেক্ষেত্রে বন্দীবিনিময় চুক্তি করার প্রয়োজন হলে তাও করতে হবে। পলাতক খুনীদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পলাতক খুনীদের মধ্যে নুর চৌধুরী কানাডায় অবস্থান করছে। শরিফুল হক ডালিম পাকিস্তান অথবা হংকংয়ে অবস্থান করছে; তার পাকিস্তানের পাসপোর্ট রয়েছে বলে জানা গেছে। আইনবিদ ড. শাহদীন মালিক বলেন, এ হত্যাকা-ে কেউ যদি ষড়যন্ত্রে লিপ্ত থাকে আর তারা যদি ইতোমধ্যে মৃত্যুবরণ করে থাকে, তবে আইন অনুযায়ী তাদের বিচারের কোন সুযোগ নেই। আইনে মৃত ব্যক্তির ফৌজদারি বিচার হয় না। তাছাড়া এ হত্যাকা-ে কারা জড়িত তা ইতিহাসবিদরা খুঁজে বের করবেন। আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর দুই খুনীকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের আইনী প্রক্রিয়া চলছে । রবিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সরকারী শিশু পরিবার পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকা-ের দায়ে ফাঁসির দ-প্রাপ্ত নূর চৌধুরী কানাডায় পালিয়ে আছে। কানাডার আইন অনুসারে ফাঁসির দ-প্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেয়ার বিষয়ে জটিলতা বেশি। তারা আমাদের সাজা কমানোর বিষয়ে বলেছিল। কিন্তু সর্বোচ্চ আদালতের রায় কমানো যায় না বলে আমরা কানাডাকে জানিয়েছি। এখন তাদের সঙ্গে আলোচনা চলছে। আর রাশেদ চৌধুরী রয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানেও আমাদের আলোচনা চলছে। অবশ্যই তাদের ফিরিয়ে আনা হবে।’ বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত ছয় আসামি পলাতক রয়েছে। এরা হলোÑ লে. কর্নেল (অব) খন্দকার আব্দুর রশিদ, লে. কর্নেল (অব) শরিফুল হক, লে. কর্নেল (অব) এএম রাশেদ চৌধুরী, লে. কর্নেল (অব) এস এইচ নুর চৌধুরী, রিসালদার মোসলেম উদ্দিন ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ। ইতোমধ্যে ১২ খুনীর মধ্যে ৫ খুনীর ফাঁসির রায় কার্য়কর হয়েছে। ২০১০ সালের ২৭ জানুয়ারি যাদের ফাঁসি কার্যকর করা হয় তারা হলোÑ লে. কর্নেল (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল (অব) সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর (অব) বজলুল হদা, লে. কর্নেল (অব) মহিউদ্দিন আহম্মেদ (আর্টিলারি) ও লে. কর্নেল (অব) একেএম মহিউদ্দিন আহম্মেদ (ল্যান্সার)। পলাতক অবস্থায় আরেক আসামি আব্দুল আজিজ পাশা জিম্বাবুইয়েতে মারা গেছে।
×