ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন

প্রকাশিত: ০৫:১২, ১৫ আগস্ট ২০১৬

প্রধানমন্ত্রী আজ টুঙ্গিপাড়া  যাচ্ছেন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৪ আগস্ট ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় কর্মসূচীতে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার টুঙ্গিপাড়া আসছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ খুরশিদ উল আলম স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় জানানো হয়েছে, সকাল ১০টার দিকে তিনি বঙ্গবন্ধুর সমাধিবেধিদিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে অনার গার্ড প্রদর্শন করবে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু মাজার মসজিদ কমপ্লেক্সে আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়া-মাহ্্ফিলে তিনি অংশ নেবেন। এর পরপরই প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। জাতীয় শোক দিবসের এসব কর্মসূচীতে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসকে সামনে রেখে কালো তোরণ আর কালো ব্যানারে ছেয়ে গেছে গোপালগঞ্জ। দলীয় ও ব্যক্তিগত উদ্যোগে জেলার সকল গুরুত্বপূর্ণ সড়কে দু’পাশ সাজানো হয়েছে কালো পতাকা, কালো ব্যানার আর কালো ফেস্টুন দিয়ে। কালো ব্যাজ রয়েছে সবার সঙ্গে। বঙ্গবন্ধু মাজার মসজিদ কমপ্লেক্সে মাসভর চলছে কোরান খতম। চারদিকে সৃষ্টি হয়েছে শোকাবহ পরিবেশ। ইতোমধ্যেই বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্সে ধোয়ামোছা, পরিষ্কার-পরিচ্ছন্ন ও যাবতীয় সৌন্দর্য বর্ধনসহ মিলাদ মাহ্্ফিলের স্থান তৈরির কাজ শেষ হয়েছে। বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্স ও টুঙ্গিপাড়াসহ গোটা জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
×