ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পেটে ৪ হাজার ইয়াবা, ধরা পড়ল যুবক

প্রকাশিত: ০৫:১১, ১৫ আগস্ট ২০১৬

পেটে ৪ হাজার ইয়াবা, ধরা পড়ল যুবক

স্টাফ রিপোর্টার ॥ এতবড় ঝুঁকি নিয়েও শেষ রক্ষা হয়নি তার। পেটের ভেতর চার হাজার পিস ইয়াবা লুকিয়ে কক্সবাজার বিমানবন্দরে পার পেলেও ঢাকায় এসে ধরা খেলেন ইমাম হোসেন। হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গেই তাকে পাকড়াও করা হয়। পেটের ভেতরে লুকানো ইয়াবার বিশাল চালান দেখে রীতিমতো ঘাবড়ে যান শুল্ক গোয়েন্দার সদস্যরা। সেই চালান বের করতে গিয়ে ব্যর্থ হন বিমানবন্দরের চিকিৎসকরা। শেষ পর্যন্ত তাকে পাঠাতে হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে এক্স-রে করে ডাক্তার নিশ্চিত হন তার পেটে রয়েছে ইয়াবার চালান। ডাকা হয় শল্যবিদ। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসকরা সিদ্ধান্ত নিতে পারছিলেন নাÑ কোন পন্থায় ইয়াবা বের করা হবে। রবিবারের এ ঘটনায় শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকা মেডিক্যাল পর্যন্ত চলে শুল্ক গোয়েন্দার দৌড়ঝাঁপ। হাসপাতালের জরুরী বিভাগে ইমামকে দেখতে ভিড় জমে কৌতুহলী দর্শকের। শুল্ক গোয়েন্দা মহাপরিচালক ডক্টর মইনুল খান জানান, আটক যাত্রী ইমাম হোসেনের বাড়ি কক্সবাজারের টেকনাফে। তার পিতার নাম আব্দুল আমিন। তিনি কক্সবাজার হয়ে ঢাকায় আসেন। নভোএয়ারের একটি ফ্লাইটে দুপুর পৌনে একটায় অভ্যন্তরীণ টার্মিনালে অবতরণ করেন। আগে থেকেই সোর্স নিশ্চিত করে তার পেটে রয়েছে ইয়াবার বড় চালান। এতে বিশ্বাস হয়নি। তারপরও তাকে আটকের সময় পেটের লক্ষণ দেখেই বুঝা যায় ভেতরে কিছু আছে। এ সময় পেটে চাপ দিলে তিনি ব্যথায় কাঁতরে উঠেন। তখন তাকে বলা হলো এগুলো বের করে দিতে। এতে তিনি টালবাহানা করেন। তিনি স্বীকার করেন এক ধরনের সিরাপ খেলে এগুলো পায়ুপথ দিয়ে স্বাভাবিকভাবেই বের করা সম্ভব হবে। উপস্থিত ডাক্তার ও শুল্ক গোয়েন্দার সদস্যরা তার এ কথায় সায় দিতে পারেননি। এ অবস্থায় কী সিরাপ খাওয়াতে গিয়ে আবার কী ঘটে যায়Ñ সেটাই ভাবিয়ে তুলে। বাধ্য হয়েই তাকে র‌্যাব ও পুলিশ প্রহরায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইমাম বিমানবন্দরে উপস্থিত কর্মকর্তাদের জানান, তিনি নিজেই মুখ দিয়ে ১০০টি করে ৪০টি পলিথিনের প্যাকে বিশেষ কায়দায় ইয়াবাগুলো পাকস্থলিতে প্রবেশ করান। রাতে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন ইমাম হোসেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, এ ধরনের রোগী এই প্রথম। এর আগে মলদ্বারে লুকিয়ে আনা সোনার চালান বের করার নজির থাকলেও মধ্যপাকস্থলিতে ইয়াবার এতবড় চালান লুকানোর প্রথম নায়ক ইমাম হোসেনই। বিদেশী সিগারেট আটক ॥ শাহজালালে শুল্ক গোয়েন্দারা আমদানি নিষিদ্ধ ৯০,০০০ শলাকা বিদেশী সিগারেটের চালান আটক করেছেন। ভারতীয় নাগরিক রাজা মোহাম্মদের কাছ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। এগুলো ৩টি ব্যাগে ৪৫০ কার্টনে পাওয়া যায়। রাজা মোহাম্মদ কুয়ালালামপুর থেকে আগত ফ্লাইট নং- এমএইচ ০১৯৬ নম্বরে ঢাকা আসেন। শনিবার রাত ২টায় কাস্টমস হলের বেল্ট এরিয়া থেকে ব্যাগগুলো শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সিগারেট দক্ষিণ কোরিয়ার তৈরি ইজি ব্রান্ডের। আটক সিগারেটের মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
×