ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হীরার খনিতে জীবাশ্ম!

প্রকাশিত: ০৩:৫৭, ১৫ আগস্ট ২০১৬

হীরার খনিতে জীবাশ্ম!

রাশিয়ার উত্তরাঞ্চলে সাইবেরিয়ার মিরনিনস্কি এলাকার উদাচিনি হীরার খনিতে মাটি খুঁড়ে প্রায় ২৬ কোটি বছরের পুরনো একটি ফসিল পাওয়া যায়। মেসোজাইক যুগের ক্ষুদ্রাকৃতি প্রাণীটির খুলি খুব শক্ত, মুখের ভিতর লম্বা ও শক্ত দাঁত রয়েছে। এ থেকে বোঝা যায় প্রাণীটি মাংসাশী ছিল। বিশেষজ্ঞদের মতে, এটি উলভেরিন গোত্রের। উলভেরিন হলো ছোট ভালুুক জাতীয় বড় দাঁতের মাংসাশী প্রাণী। যা মাস্টেলিডা পরিবারভুক্ত ভোঁদড়, বেজি, নকুলের মতো মাংসাশী। Ñমিরর
×