ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯০তম জন্মদিনে জনসম্মুখে ফিদেল ক্যাস্ট্রো

প্রকাশিত: ০৩:৫৬, ১৫ আগস্ট ২০১৬

৯০তম জন্মদিনে জনসম্মুখে ফিদেল ক্যাস্ট্রো

কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর ৯০তম জন্মদিনের এক অনুষ্ঠানে তাকে জনসম্মুখে দেখা গেছে। সাম্প্রতিক বছরগুলোত তার জনসম্মুখে আসার ঘটনা বিরল। জন্মদিনে তিনি শুভাকাক্সক্ষীদের ধন্যবাদ জানান। ১৩ আগস্ট, শনিবার ছিল তার জন্মদিন। পাশাপাশি তিনি সংবাদপত্রে এক নিবন্ধে তার চিরশত্রু যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করেন। খবর বিবিসি ও ইয়াহু নিউজের। রাজধানী হাভানার কার্ল মার্ক্স থিয়েটারে ক্যাস্ট্রোর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার ভাই ও বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো এবং কিউবার মিত্র, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে তাকে দেখা যায়। গত এপ্রিলের পর এই প্রথম তাকে জনসম্মুখে দেখা গেল। তবে তাকে বেশ দুর্বল বলে মনে হয়েছে। অনুষ্ঠানের পুরো সময় তিনি বসেছিলেন। ২০০৮ সালে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক কলামে তিনি লিখেছেন, এই দিনে আমি যে সম্মান, শুভেচ্ছা ও উপহার পেয়েছি তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি ওই নিবন্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য ক্ষমা না চাওয়ায় ওবামার এই সমালোচনা করেন তিনি। গত মে মাসে হিরোশিমা সফর করেন ওবামা। ওবামা সম্পর্কে ক্যাস্ট্রো লেখেন, লাখ-লাখ মানুষকে হত্যার জন্য ক্ষমা চাওয়ার মতো কোন শব্দ উচ্চারণ করেননি তিনি। রাউল ক্যাস্ট্রোর আমলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সম্পর্ক উন্নতি হয়েছে। তবে গত মার্চে ওবামার হাভানা সফরের পর ফিদেল ক্যাস্ট্রো লিখেছিলেন ‘আমরা চাই না যে, ওই সাম্রাজ্য আমাদের কিছু দিক।’ হাভানার অনুষ্ঠানে ক্যাস্ত্রোর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনার দিকে আলোকপাত করা হয়, যার মধ্যে ছিল ১৯৬১ সালের সিআইএ সমর্থিত বে অফ পিগস দখল প্রচেষ্টা। ক্যাস্ট্রোর জন্মদিন উপলক্ষে হাভানার রাস্তায় বড় ধরনের উৎসব পালিত হয় ও মধ্যরাতের পর আতশবাজি পোড়ানো হয়। হাভানার পথে পথে একটু পর পর ‘গ্রেসিয়াস, ফিদেল’ লেখা পতাকা শোভা পাচ্ছে। তার উদ্দীপনা সৃষ্টিকারী উক্তিগুলো দিয়ে বিলবোর্ডগুলো সাজানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্যাস্ট্রোর বিপ্লবকালীন সময়ের গল্প ও তাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয়। ক্যাস্ট্রোর প্রতি সম্মান জানিয়ে আয়োজন করা সঙ্গীতানুষ্ঠানগুলোতে যোগ দিতে হাজার হাজার লোক রাস্তায় নেমে আসে। হাভানার বিখ্যাত হোটেল নাসিওন্যালে ক্যাস্ট্রোর ছবির প্রদর্শনী চলছে।
×