ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার আমরণ অনশনে মানবাধিকার কর্মী রোবিতা

প্রকাশিত: ০৩:৫৫, ১৫ আগস্ট ২০১৬

এবার আমরণ অনশনে মানবাধিকার কর্মী রোবিতা

ইরম চানু শর্মিলা ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন আরামবাম রোবিতা লেইমা। মণিপুরী এই নারীর বয়স ৩২ বছর। দুই সন্তানের জননী হয়ে এবার শর্মিলার ফেলে আসা পথের শরিক তিনি। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহারের দাবিতে রাজ্যের দেশপ্রেমিক দিবস ১৩ আগস্ট থেকে তিনি আমরণ অনশন শুরু করেছেন। খবর দি টেলিগ্রাফ ও ওয়ান ইন্ডিয়ার। মণিপুরের রাজধানী ইম্ফলে রোবিতা তার এলাকা কোংবা নংথোমবাম লেইকাইয়ে অনশন শুরু করেন। তিনি বলেছেন, আমার দাবি আফস্পার মতো ভয়ঙ্কর আইন প্রত্যাহার হোক, শুধু তাই নয়, আমি চাই রাজ্যে ‘ইনার লাইন পারমিট’ ব্যবস্থাও যেন চালু হয়। ইরম শর্মিলার প্রতি তার শ্রদ্ধার কথা জানিয়ে রোবিতা জানিয়েছেন, শর্মিলার পরে এখন তিনি সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে যান। মণিপুরের বিভিন্ন মহিলা সামাজিক সংগঠনের তরফে রোবিতাকে অনুরোধ করা হয়েছিল অনশন না করতে। রোবিতার দুই মেয়ের বয়স যথাক্রমে ১০ ও ৪ বছর। তবে পরিবারকে সরিয়ে রেখে রোবিতা তার সিদ্ধান্তে অনড় থাকবেন বলে জানিয়েছেন। রোবিতা ‘ইন্ডিয়ান উইমেন এগেনস্ট ক্রাইম’ নামে একটি সংগঠনের নেত্রী । প্রকাশ করেন ‘উইমেন এ্যান্ড ক্রাইমস’ নামে একটি মাসিক পত্রিকাও। মানবাধিকার কর্মী রোবিতা অনেক দিন ধরে নারীর বিরুদ্ধে সংঘটিত অপরাধ নিয়ে লড়ছেন। দুস্থ মেয়েদের জন্য একটি আবাসও বানিয়েছেন তিনি। মণিপুরের মানবাধিকার সংগঠনগুলো কেউই তাকে সমর্থন করছে না। আপুনবা লুপ, মেইরা পইবি, আপুনবা নুপি লুপের নেত্রীরা জানিয়ে দিয়েছেন, স্বামী ও সন্তান থাকা রোবিতাকে এ ধরনের আন্দোলনে বসার অনুমতি তারা দেবেন না। এদিকে শর্মিলা এ নিয়ে মুখ খোলেননি। তার সহযোদ্ধা বাবলু লোইতংবামও বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি। ৯ আগস্ট ১৬ বছরের দীর্ঘ অনশন ভেঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছেন মণিপুরের লৌহমানবী ইরম চানু শর্মিলা। আফস্পা আইন প্রত্যাহার চেয়ে তিনি এই দীর্ঘ সময় অনশন চালিয়েছিলেন।
×