ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশে চার কোটি ৯০ লাখ গবাদি পশু

প্রকাশিত: ০৩:৫৩, ১৫ আগস্ট ২০১৬

দেশে চার কোটি ৯০ লাখ  গবাদি পশু

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে চার কোটি ৯০ লাখ গবাদি পশু রয়েছে। এর মধ্যে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা এক কোটি পাঁচ লাখ। কোরবানিযোগ্যে পশুর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৩৩ লাখ এবং ছাগল ও ভেড়া রয়েছে ৭২ লাখ। রবিবার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘কোরবানির পশুর হাটে সুস্থ-সবল গবাদিপশু সরবরাহ ও বিক্রয় নিশ্চিতকরণ’ শীর্ষক সভায় এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, ২০১৫ সালে দেশে ৯৬ লাখ ৩৫ হাজার পশু কোরবানি দেয়া হয়েছিল। এতে আরও জানানো হয়, বর্তমানে দেশে চার কোটি ৯০ লাখ গবাদি পশু রয়েছে। এর মধ্যে দুই কোটি ৩৫ লাখ গরু ও মহিষ এবং দুই কোটি ৫৫ লাখ ছাগল ও ভেড়া। সভা শেষে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক অজয় কুমার রায় জানান, ক্ষতিকর রাসায়নিক উপাদানের সাহায্যে কোরবানির অযোগ্য পশু মোটাতাজা করা হয়েছে কি না- তা পরীক্ষা করতে এবার সিটি কর্পোরেশনসহ জেলা-উপজেলা পর্যায়ে সব পশুর হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিম নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার এক হাজার মেডিক্যাল টিম পশুর হাটে দায়িত্ব পালন করবে। প্রতি টিমে একজন পশু চিকিৎসক এবং দুজন সহকারী থাকবেন।
×