ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কানাডিয়ান ভার্সিটি ও ফার্মার্স ব্যাংকের মধ্যে চুক্তি সই

প্রকাশিত: ০৩:৫২, ১৫ আগস্ট ২০১৬

কানাডিয়ান ভার্সিটি ও ফার্মার্স ব্যাংকের মধ্যে চুক্তি সই

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ফার্মার্স ব্যাংক লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ফার্মার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একেএম শামীম এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি উইলিয়াম এইচ ডেরেঞ্জার চুক্তি স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফত, ভাইস চেয়ারম্যান চৌধুরী জাফর উল্লাহ শরাফাত, ট্রাস্টি বোর্ডের সদস্য চৌধুরী রাহিব শরাফত, ট্রাস্টি বোর্ডের সদস্য চৌধুরী জাহরা শরাফত, কোষাধ্যক্ষ মোঃ ফায়েকুজ্জামান, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব) কাজী আশফাক আহমেদ, পিএসসি এবং ফার্মার্স ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। এ সমঝোতার উদ্দেশ্য শিক্ষার্থীদের জন্য একাডেমিক প্রোগ্রামের পাশাপাশি অনুশীলনভিত্তিক কাজের সুযোগ প্রদান। প্রচারণা ও শিক্ষামূলক সহযোগিতার লক্ষ্যে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ফার্মার্স ব্যাংক নতুন প্রজন্মকে পেশাদার খাতে পৃষ্ঠপোষকতা দিতে আগ্রহী। এ কার্যক্রমের অধীনে একজন ইন্টার্ন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে ব্যাংকে নিয়োগ পাবে। ফার্মার্স ব্যাংক লিমিটেড সম্ভাবনামূলক প্রি-স্ক্রিনের মাধ্যমে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইন্টার্নশিপ কার্যক্রমের পাশাপাশি উপযুক্ততার ওপর ভিত্তি করে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে নিয়োগ দেয়া হবে। ফার্মার্স ব্যাংক শিক্ষার্থীদের ব্যবহারিক ও ইন্টার্নশিপ কার্যক্রম শেখার দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করার জন্য এ চুক্তিতে স্বাক্ষর করেছে। Ñবিজ্ঞপ্তি
×