ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চার ওষুধ কোম্পানিকে ১৮ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:৩০, ১৪ আগস্ট ২০১৬

চার ওষুধ কোম্পানিকে ১৮ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ যথাযথ মান নিয়ন্ত্রণ না করে, রসায়নবিদ ও ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ উৎপাদন করায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চারটি ওষুধ তৈরির প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব ও ঔষধ প্রশাসন অধিদফতরের যৌথ সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম এ আদেশ প্রদান করেন। শনিবার আদালত যাত্রাবাড়ী পূর্ব কেরানীপাড়ার জে বক্স এ্যান্ড কোম্পানিতে গিয়ে দেখতে পায়, ওষুধ তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদানের কোনটিরই মান সঠিকভাবে পালন করা হয়নি। এমনকি কোন রাসায়নিক উপাদানের বোতলের গায়ে মেয়াদ ও ব্যাচ নম্বর সম্পর্কিত কোন তথ্যই নেই। উৎপাদিত ওষুধের বোতলের গায়ে লিখিত ব্যাচ নম্বর এবং মান নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কাগজপত্র দেখাতে বললে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল ইসলামসহ অন্য কর্মকর্তা অকপটে স্বীকার করেন যে, আসলে সঠিকভাবে মান নিয়ন্ত্রণ না করায় মান নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কোন কাগজপত্রই সংরক্ষণ করা হয়নি। অভিযান চলাকালে দেখা যায়, কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে যিনি কাজ করছেন তার নাম কিরণ কীর্ত্তন। তিনি ঢাকার একটি কলেজ থেকে দর্শন বিষয়ে মাস্টার্স পাস করে মান নিয়ন্ত্রণ বিষয়ে ১৫ দিনের একটি কোর্স করেছেন। এতেই তিনি নিজেকে স্বীকৃত রসায়নবিদ হিসেবে দাবি করেন। অত্যন্ত নোংরা পরিবেশেই তৈরি করা হচ্ছে ৫২ রকমের ওষুধ। এ ধরনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে সাত লাখ টাকা জরিমানা করে। আদালত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও মান নিয়ন্ত্রণের জন্য ১৫ দিন সময় বেঁধে দেয়।
×