ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঐক্যের নামে তামাশা করছে বিএনপি ॥ তোফায়েল

প্রকাশিত: ০৮:২২, ১৪ আগস্ট ২০১৬

ঐক্যের নামে তামাশা করছে বিএনপি ॥ তোফায়েল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ যুদ্ধাপরাধীদের ছেলেদের কমিটিতে রেখে বিএনপি জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে তামাশা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধুর দুর্লভ ছবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। তোফায়েল আহমেদ বলেন, বিএনপি একদিকে যুদ্ধাপরাধীদের ছেলে ও স্বাধীনতাবিরোধীদের কমিটিতে রাখে, জঙ্গী হামলাকারীদের সমর্থন দেয়। অন্যদিকে জাতীয় ঐক্যের কথা বলে। আসলে তারা জাতীয় ঐক্যের কথা বলে বাঙালী জাতির সঙ্গে উপহাস ও পরিহাস করে। বিএনপি জঙ্গীদের পক্ষে ওকালতি করছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি নেতারা বলেছেন, কল্যাণপুরে নিহতদের সবাই জঙ্গী না। তাঁদের ভাষ্য অনুযায়ী এরা যদি জঙ্গী না হয়, তাহলে বিভিন্ন এলাকার হয়েও এরা কীভাবে একই জায়গায় একত্রিত হয়? এই জঙ্গীবাদী কর্মকা-ের জন্য যাদের মা-বাবা পর্যন্ত ছেলেকে স্বীকার করে না, অথচ তাদের পক্ষে ওকালতি করে বিএনপি। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সমগ্র বাংলার মানুষ আজ এক। তিনি আরও বলেন, যারা ২০১৩ সালে রাস্তাঘাট বন্ধ করে গাছ কেটে অরাজকতা সৃষ্টি করেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করতে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ সদস্যদের হত্যা করে মা-বোনের বুক খালি করেছিল, ২০১৫ সালে ৯৩ দিন হরতাল-অবরোধের নামে যারা গণহত্যা চালানোর চেষ্টা করেছিল তারাই আজ পেছনে থেকে সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে। সুচিন্তা ফাউন্ডেশনের সভাপতি কানতারা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আবদুল মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
×