ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফজলুর রহমান পটলের লাশ এসেছে, আজ জানাজা

প্রকাশিত: ০৭:৫৯, ১৪ আগস্ট ২০১৬

ফজলুর রহমান পটলের লাশ এসেছে, আজ জানাজা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের লাশ দেশে আনা হয়েছে। শনিবার সন্ধ্যায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে কলকাতা থেকে লাশ নিয়ে ঢাকায় পৌঁছেন মরহুমের স্বজনরা। বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, শনিবার সন্ধ্যায় পটলের লাশ দেশে আনা হয়েছে। ‘আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানবন্দর থেকে বনশ্রীর বাসার উদ্দেশে রওয়ানা দেয় লাশবাহী এ্যাম্বুলেন্সটি। সেখানে তার লাশ কিছুক্ষণ রাখা হয়। পরে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল ৯টায় বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে পটলের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে ১০টায় নিয়ে যাওয়া হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে সাবেক এই সংসদ সদস্যের তৃতীয় জানাজা। এরপর সড়ক পথে নিয়ে যাওয়া হবে নিজ জেলা নাটোরে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে কলকাতা রবীন্দ্রসদন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলুর রহমান পটল। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
×