ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৭, ১৪ আগস্ট ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

ভূগোল ও পরিবেশ ১.বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোনটির প্রভাব অপরিসীম? ক) জলবায়ু খ) আবহাওয়া গ) ভূপ্রকৃতি ঘ) বঙ্গোপসাগর ২.বর্তমানে সিলেটের কোথায় হাতি দেখতে পাওয়া যায়? ক) জঙ্গলে খ) চা বাগানে গ) পাহাড়ে ঘ) মণিপুরি পাড়ায় ৩.বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কবে সংঘটিত হয়? ক) ১৯৪৭ সালে খ) ১৯৫২ সালে গ) ১৯৬৯ সালে ঘ) ১৯৭১ সালে ৪.ভূগোলের কেন্দ্রিয় অবস্থানে রয়েছে- র. মানুষ রর. পরিবেশ ররর. সমাজ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৫.উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা কত? ক) ৬১০ মিটার খ) ১,২৩০ মিটার গ) ১,২৩১ মিটার ঘ) ১,২৫০ মিটার ৬.বসতি স্থাপন কিসের প্রথম পদক্ষেপ? ক) অভিবাসন খ) অভিযোজন গ) অনুগমন ঘ) অভিশ্বসন ৭.মায়ানমার ও ভারতের দাবিকৃত সমদূরত্ব পদ্ধতিতে বাংলাদেশে কত বর্গ কি.মি. জলসীমা কত পেত? ক) ৩০,০০০ খ) ৪০,০০০ গ) ৫০,০০০ ঘ) ৬০,০০০ ৮.বায়ুমন্ডলে কোন উপাদানটি শতকরা ১.২৭ ভাগ? র. অন্যান্য গ্যাস রর. জলীয় বাষ্প ররর. কনিকাসমূহ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৯.২০১২ সালের জানুয়ারি পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশে মোট রপ্তানি আয়ের শতকরা কত ভাগ পোশাক শিল্প থেকে আসে? ক) প্রায় ৬০ ভাগ খ) প্রায় ৭০ ভাগ গ) প্রায় ৭৫ ভাগ ঘ) প্রায় ৭৭ ভাগ ১০.পশুচারণের জন্য কি ধরনের এলাকা প্রয়োজন হয়? ক) পাহাড়ী এলাকা খ) বড় বড় এলাকা গ) নিচু সমতলভূমি ঘ) প্লাবন সমভূমি ১১.প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত- র. ভৌত পরিবেশ রর. প্রাকৃতিক পরিবেশ ররর. সামাজিক পরিবেশ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১২.কোন অঞ্চলগুলো একই অক্ষাংশে অবস্থিত? র. রাজবাড়ি রর. দিনাজপুর ররর. শিলং নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৩.সৃষ্টির সময় পৃথিবী কিরূপ ছিল? ক) শীতল খ) বাষ্পীয় কুন্ডলী গ) উত্তপ্ত গ্যাসপিন্ড ঘ) গ্যাসপিন্ড ১৪.জন্মহারে ভিন্নতার অন্যতম প্রধান কারণ হল- ক) বৈবাহিক অবস্থাগত বৈশিষ্ট্য খ) শিক্ষা গ) পেশা ঘ) সবগুলো ১৫.জাতিসংঘ পরিবেশ সংক্রান্ত যেসব আন্তর্জাতিক দিবস ঘোষণা করেছে সেগুলোতে তুমি সক্রিয়ভাবে অংশগ্রহণ কর। তুমি বিভিন্ন কর্মসূচি পালন কর – র. বিশ্ব পরিবেশ দিবসে রর. বিশ্ব মরুময়তা দিবসে ররর. আন্তর্জাতিক ওজোন দিবসে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৬.ইক্ষু চাষের উপযোগী মাটি- র. বেলে দোআঁশ রর. কর্দময় দোআঁশ ররর. দোআঁশ পলি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৭.কয়টি নদীর উৎপত্তিস্থল ভারতে? ক) ৭০টি খ) ৫৭টি গ) ৫৪টি ঘ) ৪১টি ১৮.পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষ কিভাবে বসবাস করছে তার অনুসন্ধান কোন ভূগোলের অন্তর্ভূক্ত? ক) প্রাকৃতিক ভূগোল খ) রাজনৈতিক ভূগোল গ) আঞ্চলিক ভূগোল ঘ) ঐতিহাসিক ভূগোল ১৯.পোর্টোরিকো কি? ক) গভীর সমুদ্রখাত খ) সমভূমি গ) মালভূমি ঘ) মহীঢাল ২০.বাংলাদেশে ফেরীঘাট আছে কতগুলো? ক) ৩২টি খ) ৩৪টি গ) ৩৬টি ঘ) ৩৮টি ২১.রংপুরে রানীপুকুর থেকে বছরে প্রায় কত লক্ষ টন কঠিন শিলা উত্তোলন করা যাবে? ক) ১৩ খ) ১৫ গ) ১৭ ঘ) ১৯ ২২.প্রাকৃতিক পরিবেশের উপাদান হতে পারে- র. নদী রর. প্রতিষ্ঠান ররর. মানুষ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৩.বায়ু দূষণের প্রধান উৎস হচ্ছে – র. শিল্পক্ষেত্রে বর্জ্য রর. পরিবহনের ধোয়া ররর. ইট ভাটার ধোয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৪.বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে নদীপথ উন্নতি লাভ করেছে কেন? ক) নিম্নভূমি খ) বনভূমির অবস্থান গ) ভূমির ঢাল ঘ) নদীবহুল অঞ্চল ২৫.নক্ষত্র কোন কোন গ্যাস দিয়ে তৈরি? ক) হাইহ্রোজেন ও অক্সিজেন খ) হিলিয়াম ও অক্সিজেন গ) হাইড্রোজেন ও হিলিয়াম ঘ) হাইড্রোজেন ও নাইট্রোজেন সঠিক উত্তর: ১. (গ) ২. (গ) ৩. (ঘ) ৪. (ক) ৫. (গ) ৬. (খ) ৭. (গ) ৮. (ঘ) ৯. (গ) ১০. (খ) ১১. (ক) ১২. (গ) ১৩. (গ) ১৪. (ঘ) ১৫. (ঘ) ১৬. (ক) ১৭. (গ) ১৮. (খ) ১৯. (ক) ২০. (খ) ২১. (গ) ২২. (খ) ২৩. (ঘ) ২৪. (ঘ) ২৫. (গ)
×