ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে তারেক মাসুদ মিশুক মুনীরের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৬:৫০, ১৪ আগস্ট ২০১৬

মানিকগঞ্জে তারেক মাসুদ মিশুক মুনীরের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ ॥ নানা কর্মসুচির মধ্য দিয়ে শনিবার মানিকগঞ্জে পালিত হলো প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও খ্যাতনামা সাংবাদিক মিশুক মনিরের পঞ্চম মৃত্যুবার্ষিকী । ২০১১ সালে এই দিনে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেশের ওই দুই কৃতিব্যক্তি সহ পাঁচজন নিহত হন। তাদের স্মরণে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ, মানববন্ধন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ‘মাটির ময়না’ চলচ্চিত্র প্রদর্শন করা হয় । সকাল ১০ টায় দুর্ঘটনাস্থল ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় মানিকগঞ্জ প্রেসক্লাব ও বারসিকের উদ্দোগে সৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয় । এরপর একই স্থানে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, তারেক মাসুদ ও মিশুক মনির স্মৃতি পরিষদ মানিকগঞ্জ শাখার আহ্বায়ক ইকাল হোসেন কচি,এ্যাডভোকেট আজাহারুল ইসলাম আরজু, বারসিকের পক্ষে বিমল রায়, জাহাঙ্গীর আলম বিশ্বাস, বারাঠা ক্লাবের পক্ষে রিপন আনসারী । এরপর জোকা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মানিকগঞ্জ শহরের সাবিস মিলনায়তনে প্রর্দশন করা হয় চলচ্চিত্র ‘মাটির ময়না’। এদিকে মর্মান্তিক ওই সড়ক দূর্ঘটনার ৫ বছর পার হলেও ধীর গতির কারনে মামলার নিস্পত্তি হয়নি। মামলার একমাত্র আসামী বাস চালক জামির হোসেন জামিনে রয়েছেন। দুর্ঘটনাস্থল ঢাকা-আরিচা মহাসড়কের সেই জোকা এলাকার ওপর দিয়ে এখনো তিনি দিব্যি গাড়ির স্টিয়ারিং ধরে চলাচল করছেন। দীর্ঘদিনেও মামলাটি তেমন অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নানা শ্রেনী-পেশার মানুষ। নেত্রকোনায় ‘জালাল সন্ধ্যা’ সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ে ‘জালাল সন্ধ্যা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘জালাল ভক্তবৃন্দ’ আয়োজিত অনুষ্ঠানে জালাল উদ্দিন খাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক যতীন সরকার। উদীচীর জেলা সংসদের সভাপতি মোজাম্মেল হক বাচ্চুর সভাপতিত্বে এবং সঞ্জয় সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কবি স্বপন কুমার পাল। অনুষ্ঠানে জালাল উদ্দিন খাঁর জীবনী পাঠ করেন মোঃ আলমগীর। এছাড়া জালাল উদ্দিন খাঁ রচিত লোকসঙ্গীত পরিবেশন করেন শিল্পী পলাশ ভদ্র, পিয়া বৈশ্য, মাসুম ইবনে জয়নাল ও সোহেল রানা। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
×