ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার বিদায় নিলেন দেশের দ্রুততম মানব মেজবাহ

প্রকাশিত: ০৬:৪৭, ১৪ আগস্ট ২০১৬

এবার বিদায় নিলেন দেশের দ্রুততম মানব মেজবাহ

স্পোর্টস রিপোর্টার ॥ নিজের কাছেই পরাজিত হলেন বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ। রিও অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের প্রাক-বাছাইয়ের হিটে তিনি শেষ করেছেন ১১.৩৪ সেকেন্ড সময় নিয়ে। ২৪ জনের প্রাক-বাছাই হিট থেকে ৮ জন মূল হিটে জায়গা করে নেন। সেখানে নিজের হিটে আটজনের মধ্যে চতুর্থ হওয়া মেজবাহ সার্বিকভাবে হন ১৪তম। সে কারণে প্রাক-বাছাইয়ের হিট থেকেই বিদায় নিয়েছেন মেজবাহ। এর মাধ্যমে এবার রিও অলিম্পিকে অংশ নেয়া ৭ বাংলাদেশী ক্রীড়াবিদের মধ্যে ছয়জনই বিদায় নিলেন। শুধু টিকে আছেন প্রথম বাংলাদেশী হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পাওয়া গলফার সিদ্দিকুর রহমান। মেজবাহকে শেষ দশ মিটার মনে হচ্ছিল আর দৌড়াতে পারছেন না। নইলে শেষটা ভাল করতে পারলে তার টাইমিং আরও ভাল হতো। যেটি করে দেখিয়েছেন মালদ্বীপের সাইদ হাসান। মেজবাহর হিটে ১০.৪৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন হাসান, ২৪ জনে হয়েছেন প্রথম। সাইদ সাড়ে ১০ সেকেন্ডেরও নিচে দৌড়ালেন, আর মেজবাহর লাগল প্রায় সাড়ে ১১ সেকেন্ড! গত এসএ গেমসে ১০০ মিটারে ১০.৭২ সেকেন্ড টাইমিং ছিল মেজবাহর নিজের সেরা। রিওতে এ সেরাকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য ছিল তার। কিন্তু বাংলাদেশ সময় শনিবার দুই নম্বর হিটে দৌড়াতে নামা মেজবাহ দৌড় শেষ করেন অনেক বেশি সময় নিয়ে।
×