ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভূবনেশ্বরের দিন

প্রকাশিত: ০৬:৪৭, ১৪ আগস্ট ২০১৬

ভূবনেশ্বরের দিন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রত্যাশিতভাবে সেন্ট লুসিয়া টেস্টেও দাপট ভারতীয়দের। রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহার দারুণ দুটি সেঞ্চুরিতে ৩৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ার পর প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ২২৫-এ গুঁড়িয়ে দেয় বিরাট কোহলির দল। মাঝে বৃষ্টিতে ভেস্তে যায় তৃতীয় দিনের খেলা। এরপরও চালকের আসনে সফরকারীরা। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৫৭, সব মিলিয়ে লিড ২৮৫ রানের। সময়ের ব্যবধানে পাঠক এতক্ষণে ফলটাও জেনে গেছেন। চতুর্থ দিনে আলো ছড়িয়েছেন ভূবনেশ্বর কুমার। উইন্ডিজ সফরে সিরিজের তৃতীয় এই টেস্ট দিয়ে প্রায় দেড় বছর পর সাদা পোশাকে ফিরেছেন ২৬ বছর বয়সী ডানহাতি পেসার। আর প্রত্যাবর্তনেই তুলে নিয়েছেন ৫ উইকেট। মূলত ভূবির গতি ও নিখুঁত লেন্থের মুখে দিশেহারা হয়ে পড়ে ক্যারিবীয়রা। ১ উইকেটে ১০৭ রান নিয়ে দিন শুরু করা জেসন হোল্ডারের দল প্রথম ইনিংসে ২২৫ রান যোগ করেই অলআউট হয়। অথচ মারলন স্যামুয়েলস (৪৮) আর জার্মেইন ব্ল্যাকউড (২০) ভাল কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। লাঞ্চের পর দুর্ধর্ষ এক স্পেলে ক্যারিবীয়দের তছনছ করে দেন ভূবনেশ্বর। ব্ল্যাকউডকে দিয়ে শুরু, কোহলির হাতে সিøপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর দুর্দান্ত ইনসুইঙ্গারে প্লেইড-অন বড় তারকা মারলন স্যামুয়েলস (৪৮)। একে একে ফেরান শেন ডরিখ, জেসন হোল্ডার আর আলজারি যোসেফকে। ভূবির ভয়ঙ্কর ওই স্পেলটা এমন, ১১.৪-৬-১৬-৫! শেষ পর্যন্ত ইনিংসে ২৩.৪-১০-৩৫-৫। বিদেশের মাটিতে এটি তার দ্বিতীয়সেরা বোলিং। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পেলেন ৫ উইকেট, যার সবকটিই উপমহাদেশের বাইরে। ১৩তম টেস্টে তার ঝুলিতে মোট উইকেট ৩৪টি, যেখানে বিদেশের মাটিতে ৭ টেস্টেই ২৫! ধনঞ্জয়ার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার রক্ষা স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারে তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরি তুলে নিলেন ধনঞ্জয়া ডি সিলভা। এক পর্যায়ে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা! স্বাগতিকদের সংগ্রহ তিন অঙ্কে পৌঁছানো নিয়ে শঙ্কা! তখনই দীনেশ চান্দিমালকে নিয়ে তার এই অবিশ্বাস্য ব্যাটিং। প্রথমদিন শেষে ওই ৫ উইকেট হারিয়েই লঙ্কানদের সংগ্রহ ২১৪! যেখানে ব্যক্তিগত ১১৬ রানে অপরাজিত ধনঞ্জয়া, ৬৪ রান নিয়ে তার সঙ্গে আছেন চান্দিমাল। শুরুতেই মিচেল স্টার্ক চমকটা দেখান। আগে ব্যাট করা শ্রীলঙ্কার পতন হওয়া ৫ উইকেটের তিনটিই নিয়েছেন এই বাঁহাতি পেসার। রানের খাতা খোলার আগে ওপেনার কুশল সিলভাকে (০) স্টিভেন স্মিথের হাতে ক্যাচ বানিয়ে ফেরান স্টার্ক। দিমুথ করুণারতেœকে (৭) পরিষ্কার বোল্ড করলে ১৫তম ওভারে ২৩ রানে ৩ উইকেট নেই শ্রীলঙ্কার। তার আগে কুশল পেরেরাকে (১৬) তুলে নেন নাথান লেয়ন। অধিনায়ক ম্যাথুজকে (১) ফিরিয়ে স্বাগতিক শিবিরে আরও এক বড় ধাক্কা দেন এই স্পিনার। দলীয় ১৭তম ওভারে কুশল মেন্ডিজ (১) স্টার্কের তৃতীয় শিকারে পরিণত হলে ঘোরতর বিপদে পড়ে লঙ্কানরা। ২৬ রানে নেই ৫ উইকেট। এরপরই ধনঞ্জয়-আলো। ২৪০ বলে ১৬ চারের সাহায্যে ১১৬ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত তিনি।
×