ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইতিহাসে ব্রিটেনের উইগিনস

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ আগস্ট ২০১৬

ইতিহাসে ব্রিটেনের উইগিনস

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন ইতিহাস গড়লেন স্যার ব্র্যাডলি উইগিনস। ব্রিটেনের ইতিহাসে প্রথম এ্যাথলেট হিসেবে অলিম্পিকে আটটি পদক জয়ের অবিস্মরণীয় রেকর্ড গড়লেন তিনি। রিও অলিম্পিকের সপ্তম দিনে দলগত ৪০০ কি.মি. রেসে অংশ নেন ব্রিটেনের সাইক্লিস্ট ব্র্যাডলি উইগিনস। আর এই ইভেন্টে ৩ মিনিট ৫০.২৬৫ সেকেন্ড সময় নিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ইংল্যান্ডকে স্বর্ণপদক জেতান তিনি। সেইসঙ্গে এদিন পদক তালিকাতেও রাজত্ব করে গ্রেট বৃটেন। রিও অলিম্পিকের সপ্তম দিন পর্যন্ত ৭ স্বর্ণ, ৯ রৌপ্য এবং ৬ ব্রোঞ্জসহ মোট ২২ পদক নিয়ে পদক তালিকার তিন নাম্বারে উঠে এসেছে তারা। অলিম্পিকের শুরু থেকেই দাপট দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যথারীতি পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ২০ স্বর্ণ ১৩ রৌপ্য এবং ১৭ ব্রোঞ্জসহ তাদের মোট পদক সংখ্যা ৫০। এরপর দুইয়ে রয়েছে এশিয়ার পরাশক্তি চীন। তাদের জেতা পদকের সংখ্যা হলো ৩৭টি যেখানে রয়েছে ১৩টি স্বর্ণ, ১০ রৌপ্য এবং ১৪টি ব্রোঞ্জ। বয়সে ছত্রিশকেও ছাড়িয়ে গেছেন ব্র্যাডলি মার্ক উইগিনস। কিন্তু তাতে কি? উইগিনস নিজেকে মোটেই বয়সের ফ্রেমে বেঁধে রাখলেন না। দেশকে স্বর্ণ উপহার দিয়ে নিজেকে নিয়ে গেলেন ইতিহাসের সোনালী পাতায়। বর্তমানে গ্রেট বৃটেনের সর্বোচ্চ আট স্বর্ণপদক জয়ী এ্যাথলেট ব্র্যাডলি উইগিনস। অলিম্পিকে পাঁচটি স্বর্ণ, একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ জয়ের স্বাদ পেলেন উইগিনস। সেইসঙ্গে ছাড়িয়ে গেলেন অলিম্পিকের ইতিহাসে সাত পদক জয়ী ব্রিটেনের স্যার ক্রিস হয়কে। ২০০০ সালে অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করা ক্রিস হয় লন্ডন অলিম্পিকের পরই বিদায় বলে দিয়েছিলেন। এছাড়া ছয়টি পদক নিয়ে বৃটেনের অলিম্পিক ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ পদকজয়ী এ্যাথলেট স্টিভ রেডগ্রেভ। তবে রিওতে স্বর্ণপদক জয়ের পর সতীর্থদের কৃতিত্ব দিলেন ব্র্যাডলি উইগিনস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন এ রকম কিছু মানুষ আপনার সঙ্গে থাকবে তখন স্বাভাবিকভাবেই জীবন খুব সহজ হয়ে যাবে।’
×