ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্বর্ণ জিতেই অবসর মায়া ডিরাডোর

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ আগস্ট ২০১৬

স্বর্ণ জিতেই অবসর মায়া ডিরাডোর

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর আগে লন্ডন অলিম্পিকে যেতে পারেননি। অলিম্পিক ট্রায়ালেই বাদ পড়ে যান। আর এবার শুরু করেছিলেন ৪ল্প২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণ জয় দিয়ে। এবার ব্যক্তিগত ইভেন্টেও স্বর্ণ জিতলেন ম্যাডেলিন জেন ডিরাডো। বড় নামটা না ডেকে পরিবারের সবাই, আত্মীয় ও বন্ধুরা তাকে ‘মায়া’ নামেই ডাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এ সাঁতারু এবার ২০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণপদক জেতার পরই অবসর ঘোষণা করলেন। মাত্র ২৩ বছর বয়স হলেও এখন মায়া আটলান্টায় এক ম্যানেজমেন্ট কনসালটিং ফার্মে চাকরি শুরু করবেন। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে কোনভাবেই ফেবারিট ছিলেন না মায়া। কারণ লন্ডন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের তরুণী সাঁতারু মিসি ফ্র্যাঙ্কলিন বিশ্বরেকর্ড গড়ে জিতেছিলেন স্বর্ণ। অথচ এবার সেই ফ্র্যাঙ্কলিন একের পর এক হতাশ করেই চলেছেন। এ ইভেন্টের সেমিফাইনাল থেকেই বাদ পড়ে যান। এরপর অশ্রুসিক্ত ফ্র্যাঙ্কলিন বলেন, ‘তিনি (মায়া) সত্যিই বিস্ময়কর। এখন আমি তাকে পূর্ণ সমর্থন দিয়ে যাব।’ এমনকি ২০০ মিটার ব্যাকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এমিলি সিবমও সেমি থেকে ছিটকে যান। এরপরই নিশ্চিত হয় নতুন করে কেউ এর শ্রেষ্ঠত্ব পাবেন। সেক্ষেত্রে হাঙ্গেরির ‘আইরন লেডি’ ২৭ বছর বয়সী কাতিঙ্কা হসজুকেই ফেবারিট ধরে নেয়া হয়েছিল। তার কাছে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সামান্য পিছিয়ে থেকে রৌপ্য জিতেছিলেন মায়া। আর ২০০ মিটার মিডলেতে হসজু স্বর্ণ এবং মায়া রৌপ্য পান। এবার ইতোমধ্যেই ট্রেবল জিতে ফেলা হসজু এ কারণে ২০০ মিটার ব্যাকস্ট্রোকেরও স্বর্ণ জেতার ক্ষেত্রে অন্যতম ফেবারিট ছিলেন। অথচ ২৭ বছর বয়সী হসজু গত তিন অলিম্পিকে অংশ নিয়ে কোন স্বর্ণই জিততে পারেননি। এবার তিনি আছেন দারুণ ফর্মে। ফাইনালে ফ্র্যাঙ্কলিন আর সিবম না থাকাতেই অন্য সাঁতারুরা হয়ে ওঠেন অনেক অনুপ্রাণিত এবং উজ্জীবিত। লড়াই শুরুর পর সেটা আরও পরিষ্কার হয়ে ওঠে। মার্কিন তরুণী মায়া তার স্বপ্ন পূরণ করেন ২ মিনিট ৫.৯৯ সেকেন্ড টাইমিংয়ে প্রথম ব্যক্তিগত অলিম্পিক সোনা জিতে। হসজু ২ মিনিট ৬.০৫ সেকেন্ড টাইমিংয়ে রৌপ্য জয় করেন। আর কানাডার হিলারি ক্যাল্ডওয়েল ২ মিনিট ৭.৫৪ সেকেন্ড সময় নিয়ে পান ব্রোঞ্জ। জয়ের পর মায়া ডিরাডো বলেন, ‘শেষ করার পরই আসলে আবেগটা ধরে রাখতে পারিনি, বের হয়ে এসেছে। এটাই সবচেয়ে নিখুঁত রাস্তা ভালভাবে বেরিয়ে আসার। পুরো দিনটাই খুব উন্মাদনার মধ্যে দিয়ে গেছে।’ তবে আর কোন অলিম্পিক দেখবে না মায়া । তিনি তার স্বামী রব এ্যান্ড্রুজকে নিয়ে আগেভাগেই রিও ত্যাগ করে প্যারিসে চলে যাচ্ছেন। এরপর পূর্ণ মেয়াদে চাকরি শুরু করবেন ৯ সেপ্টেম্বর থেকে। যোগ দেবেন একজন বাণিজ্যিক বিশ্লেষক হিসেবে ম্যাকিনসি এ্যান্ড কোম্পানিতে।
×