ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ষাট জনের লড়াইয়ে ৫৬ থেকে উঠে এসেছেন পঁয়তাল্লিশে

ছন্দে ফিরলেন সিদ্দিকুর, তবে...

প্রকাশিত: ০৬:৪৫, ১৪ আগস্ট ২০১৬

ছন্দে ফিরলেন সিদ্দিকুর, তবে...

রিও গেমসের অষ্টম দিকে হতাশার মাঝে কিছুটা সুখবর বলতে গলফার সিদ্দিকুর রহমানের এগারো ধাপ অগ্রগতি। ষাট জনের লড়াইয়ে প্রথমদিন ছিলেন যুগ্মভাবে ৫৬তম। শুক্রবার তা পেরিয়ে উঠে এসেছেন ৪৫-এ। কিন্তু বাজে শুরুটাই কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। দ্বিতীয়দিনের খেলা শেষে বললেন, শুরুটা আজকের (শুক্রবার) মতো করতে পারলে অনেক ওপরে থাকতাম। কেন যে পারিনি নিজেই জানি না। তবে এখনও দু’দিন বাকি (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) আশাকরি ভাল করতে পারব। ফলে হতাশ হচ্ছি না এখনই। দেখি পরের দু’দিনে কি করতে পারি। এশিয়ান ট্যুরের দুই শিরোপা জয়ী সিদ্দিকুর রহমান আরও বললেন, অলিম্পিকের মঞ্চে এবারই প্রথম খেলছি। হতে পারে এ কারণে শুরুটা ভাল হয়নি। কিন্তু দ্বিতীয়দিনে ছন্দ ফিরে পেয়ে ভাল স্কোর করতে পেরেছি। এই ছন্দ ধরে রাখতে পারলে আশাকরি সন্মানজনক একটা অবস্থান নিয়ে গেমস শেষ করতে পরব। উল্লেখ্য, শুক্রবার ৭৫ স্কোর করা সিদ্দিকুর পারের চেয়ে এক শট কম খেলেছেন। কিন্তু আগেরদিন পারের চেয়ে চার শট বেশি খেলে নিজের সর্বনাশ ডেকে আনেন। তা নাহলে অন্তত পদকের কাছাকাছি পৌঁছে যেতে পারতেন। এমনকি পদকের একটা হাতছানি দেখাতে পারতেন তিনি। কিন্তু পদকের প্রত্যাশা প্রথমদিনের বাজে নৈপুণ্যে ধূলিসাৎ হয়ে গেছে বললে অতিরঞ্জিত হবে না। কারণ সার্বিক পরিস্থিতি প্রমাণ করছে সিদ্দিকুর যদি অবশিষ্ট দুইদিনে শুক্রবারের মতো ভাল খেলতে পারেন তাহলে নিজেকে বড় জোর ২০ থেকে ২৫-এ নিয়ে যেতে পারবেন। এর বেশি যদি এগুতে পারেন সেটা হবে প্রত্যাশার বাইরে। হিসেবের মারপ্যাঁচে তিনি বর্তমানে মাঝ পথের সৈনিকও নন। ৪৫-এ উঠে এলেও শেষ দশে যাওয়া তার পক্ষে কঠিন বলে মনে করছেন গলফ বোদ্ধরা।
×