ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩০, ১৪ আগস্ট ২০১৬

টুকরো খবর

বিএনপি নেতাকে অপহরণের অভিযোগ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় বিএনপি নেতারা অভিযোগ করে বলেছেন, জেলার রূপসা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ঘাটভোগ ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আবুল কাশেম কালাকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে অপহরণ করেছে। ১০ আগস্ট দুপুরে খুলনার আদালত এলাকা থেকে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। লিখিত বক্তব্য পাঠ করেন রূপসা উপজেলা বিএনপির সভাপতি শেখ আবদুর রশীদ। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১০ আগস্ট দুপুরে রূপসা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য আবুল কাশেম কালা খুলনার একটি আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বের হন। তখন রূপসা উপজেলার মহিষাগুনি গ্রামের তুহিন মোড়ল এসে আবুল কাশেমকে ডেকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থানরত তুহিনের সহযোগী জুলফিকার মোড়ল, সাইফুল ইসলাম তুহিন ও রোমান কাজীসহ ৫-৬ জন তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী আবদুল বারী, সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু, শেখ আবু হোসেন বাবু প্রমুখ। কেশবপুর পৌরসভায় জলাবদ্ধতা নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৩ আগস্ট ॥ কেশবপুর পৌরসভার জলাবদ্ধতা নিয়ে শনিবার সকালে পৌর মেয়র সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন। ২৪ ঘণ্টার টানা অতিবর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পৌরবাসীর চরম দুর্ভোগের কথা বর্ণনা করে মেয়র রফিকুল ইসলাম মোড়ল সকলকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি জানান, প্রায় এক সপ্তাহ যাবত পৌরসভার প্রায় ৫ হাজার প্ররিবার পানিবন্দী অবস্থায় অবর্ণনীয় দুর্ভোগ পোহালেও সরকারীভাবে ক্ষতিগ্রস্তদের কোন সাহায্য দেয়া হয়নি। পৌর মেয়র জানান, পৌরসভার প্রায় আলতাপোল, ভোগতি, বালিয়াডাঙ্গা, মধ্যকুল, হাবাসপোল, বাজিতপুর, বায়সাসহ ৯টি ওয়ার্ডের প্রায় ৯০ ভাগ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। একশ’ পরিবার বাড়িঘর ছেড়ে বিভিন্ন রাস্তার ওপর আশ্রয় নিয়েছে। বাড়িতে হাঁটু থেকে গলা পানি জমে থাকায় তারা রান্না করে খেতে পারছে না। অধিকাংশ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে পানিতে তলিয়ে যাবার কারণে। প্রতিটি মাছের ঘের ভেসে গেছে। ফয়সাল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৩ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলছাত্র কাজী ফয়সাল হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছেন। প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্য মানববন্ধন কর্মসূচীতে এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক ও আইনজীবীরাও অংশগ্রহণ করেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইশকা এলাকায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ নিহত কাজী ফয়সালের বাবা কাজী ইলিয়াছ, মা হেলেনা বেগম, বোন আলেয়া আক্তার, স্থানীয় ইউপি সদস্য এমরান হোসেন রিপন, আওয়ামী লীগ নেতা হাসান আশকারী, এ্যাডভোকেট আব্দুল গাফ্ফার, কাজী রেজাউল ইসলাম, তাইবুর রহমান, কাজী নুর মোহাম্মদ, শিক্ষিকা মাহমুদা বেগম, মুকুল হোসেন সবুজ, হাজী মনিরুল ইসলাম সবুজ, শাহিনুর বেগম, সাজিব হোসেন প্রমুখ। বাল্যবিয়ে দেয়ার দায়ে কনের বাবার জেল নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৩ আগস্ট ॥ বাল্যবিয়ে দেয়ার অভিযোগে কেশবপুরের দেওলি গ্রামে মেয়ের বাবাকে এক মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। ওই পিতার নাম বিশ্বনাথ দাস। চৌদ্দ বছরের মেয়ে মায়া রানীকে মনিরামপুরের খেদাপাড়ায় বিয়ের আয়োজন করলে উপজেলা নির্বাহী অফিসার শরিফ রায়হান কবির শুক্রবার রাত একটার দিকে বিয়ের অনুষ্ঠানে হানা দিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উক্ত সাজা প্রদান করেন এবং বিয়ে বন্ধ করে দেন। কুকুরের কামড়ে আহত ১২ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৩ আগস্ট ॥ কুকুর নিধনের কোন ব্যবস্থা না থাকায় কালকিনি উপজেলার নবগঠিত ইউনিয়ন পূর্ব এনায়েতনগরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে শনিবার সকালে কুকুরের কামড়ে বৃদ্ধ ও শিশুসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালসহ উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, গত কয়েকদিন ধরে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায়র সঙ্গে সঙ্গে কোন উপায়ন্ত না পেয়ে বেওয়ারিশ কুকুরগুলো পূর্ব এনায়েতনগর এলাকার পূর্ব আলীপুর গ্রামের উঁচু জমিতে ভিড় জমাতে থাকে। এ বেওয়ারিশ কুকুরের জ্বালায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পিটিয়ে তাড়িয়ে দেয়া চেষ্টা করলে এ সময় ক্ষিপ্ত হয়ে কুকুরগুলো দলবেঁধে ১২ জনকে কামড়ে আহত করে। চট্টগ্রামের বাহাদুর বাহিনীর সন্ত্রাসী তৎপরতায় ৫ ঘাট বন্ধ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর পাথরঘাটা ফিশারিঘাট সাগর থেকে আহরিত বিভিন্ন প্রজাতির মৎস্য অবতরণ ও পাইকারি পর্যায়ে বিক্রির কেন্দ্রবিন্দু হয়ে আছে বছরের পর বছর ধরে। অবস্থানগতভাবে সুবিধাজনক হওয়ায় এখানে ইঞ্জিনচালিত নৌকাযোগে আহরিত মাছের যোগান ও পাইকারি ক্রেতাদের ব্যাপক ভিড় লেগে থাকে। এ অবস্থায় একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন যাবৎ জেলে ও চট্টগ্রাম বন্দরের অনুমোদিত, অননুমোদিত ঘাট পরিচালনাকারীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। চাঁদা সন্ত্রাসের মূল নায়ক সন্ত্রাসী ক্যাডার ফয়েজউল্লাহ বাহাদুর। তার নিজস্ব একটি বাহিনী রয়েছে যার নেতৃত্বে এসব চাঁদাবাজি ছাড়াও চোরাচালানের পণ্য আনা-নেয়ার অভিযোগও রয়েছে। অতিসম্প্রতি সন্ত্রাসী বাহাদুরের সঙ্গে সরকারী ষড়যন্ত্রকারীদের যোগসাজশে ওই এলাকার ২ থেকে ৪নং ঘাটে যাতে মৎস্য অবতরণ না হয় সে তৎপরতা চলেছে। এসব ঘাটের পরিচালনাকারী তাহের, হাবীব, জোবায়ের, তানভির গংকে এলাকা থেকে বিতাড়িত করে পুরো মৎস্য অবতরণ ব্যবসা করায়ত্ব করতে তৎপর রয়েছে সে। এ এলাকায় র‌্যাব, পুুলিশের টহল জোরদার না থাকায় বাহাদুর বাহিনী ব্যাপকভাবে সক্রিয়। স্থানীয় জেলে ও ঘাট পরিচালনাকারীরা এ ব্যাপারে ইতোমধ্যে পুলিশ, র‌্যাবের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছে। সেপটিক ট্যাঙ্কে নেমে দুই শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৩ আগস্ট ॥ সদর উপজেলার কুমারখালী পিটিআই সড়কে নির্মাণাধীন এক ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন কুমারখালী এলাকার শামীম শেখ (৩৫) এবং মঠবাড়িয়ার আলীম (৩০)। পুলিশ জানান, সকাল সাড়ে ৮টার দিকে ওই ভবনের সেপটিক ট্যাঙ্কে নামে স্থানীয় রাজমিস্ত্রি শামিম ও আলীম। কিছুক্ষণ পরই তারা ট্যাঙ্কের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থালে এসে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। নদীতে ডুবে ৩ ছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শহরের পার্শ¦বর্তী পূর্ণভবা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে তারা নদীর পানিতে নেমে ডুবে যায়। বিকেল পৌনে ৪টার দিকে তাদের নদী থেকে উদ্ধার করে এলাকাবাসী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকেই মৃত বলে ঘোষণা করে। নিহতরা হলো-দিনাজপুর সিটি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী মাসুদ আব্দুল্লাহ (১৭), দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান পলাশ (১৫) ও দিনাজপুর জিলা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী হাবিব বিন তুর্য (১৪)। মাসুদ বালুয়াডাঙ্গা এলাকার আবু তাহের, পলাশ একই এলাকার আহসানতুল্লাহ ও তুর্য একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। উল্লেখ্য, ৮ আগস্ট দিনাজপুরের আত্রাই নদীতে গোসল করতে গিয়ে শহরের হলিল্যান্ড কলেজের ২ ছাত্র মির্জা সাকিল শামীম বিশাল (১৭) ও সাজিদ হোসেন সাদ (১৮) ডুবে মারা যায়। জানা যায়, শনিবার দুপুরে ৩ বন্ধু মিলে পূর্ণভবা নদীর ওপর কাঞ্চন ব্রিজ সংলগ্ন এলাকায় গোসল করতে যায়। এ সময় তারা তলিয়ে গেলে এলাকাবাসী নদীতে নেমে তাদের খোঁজ করতে থাকে। পরে তাদের খোঁজার জন্য রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেয়া হয়। বিকেলে নদী থেকে তাদের উদ্ধার করে এলাকাবাসী। দুই দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ আগস্ট ॥ নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী বাজারে অগ্নিকা-ে দুইটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসীয়ারা জানিয়েছে। শুক্রবার রাত ২টার দিকে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। জানা যায়, আমিনুর রহমান দুলাল খানের মুদি দোকানের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। কেউ কিছু বুঝে উঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে পবিত্র ম-লের কাপড়ের দোকান ও দুলাল খানের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বন্যার ক্ষতি পুষিয়ে দেয়ার আশ্বাস নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৩ আগস্ট ॥ চলতি বন্যায় জেলার শিবচরে সাড়ে তিন হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। বেশি ক্ষতি হয়েছে রোপা আমনের। চরাঞ্চলের অধিকাংশ ফসল নষ্ট হওয়ায় কৃষক পরিবারগুলোতে চরম হতাশা বিরাজ করছে। এদিকে পদ্মা, আড়িয়াল খাঁ নদীতে পানি কমতে থাকায় সহায়তা বাবদ দ্রুত বীজ, সারসহ কৃষি উপকরণের দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। এদিকে কৃষকদের সহায়তার জন্য ভাসমান বীজতলাসহ বিভিন্ন ধরনের বীজতলা প্রস্তুত করা হচ্ছে বলে দাবি করেছেন কৃষি কর্মকর্তারা। জানা গেছে, পদ্মা নদীর চরাঞ্চলসহ নদী অধ্যুষিত এলাকায় চলতি বন্যায় পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর চরাঞ্চল প্লাবিত হয়। পানিতে ডুবে সাড়ে তিন হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়। এছাড়া পাট ও মেস্তা পাটেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল হারিয়ে অধিকাংশ কৃষক চরম হতাশায় পড়েছে। পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে জেগে উঠছে শূন্য মাঠ। কৃষকের মনে দুশ্চিন্তা। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে এসে ঢাকার খামারবাড়ির কৃষিবিদরা কৃষকদের ক্ষতির বিষয়টি অবগত হয়ে সহায়তার আশ্বাস দিয়ে গেছেন। ৫ মাদক বিক্রেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে পৃথক অভিযান চালিয়ে ২শ’ ২৪ ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে শ্রীনগর উপজেলার শ্রীনগর কলেজ ছাত্রাবাস ও ভাগ্যকুল মান্দ্রা এলাকায় পৃথক ওই অভিযান চালায় পুলিশ। এরা হলো স্টার রুবেল (২৯), মনির হোসেন (২৭), জুয়েল (২৯) ও রায়হান ও প্রভাত। বিদ্যুত প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবন সংলগ্ন এলাকায় রামপাল তাপবিদ্যুত কেন্দ্র প্রকল্প বন্ধের দাবিতে শুক্রবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে শিক্ষার্থীদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ব্যানার প্রদর্শন করায় খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে। শনিবার এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে ওই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ কিংবা বিশ্ববিদ্যালয়ের নামে ব্যানার ব্যবহার করার ব্যাপারে কেউ নিয়মানুযায়ী পূর্বানুমতি গ্রহণ করেননি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কাউকে কোন অনুমতিও প্রদান করেনি। খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত কর্মসূচীর সঙ্গে কোনভাবেই সংশ্লিষ্ট নন। সরকারের সায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের নামে এ ধরনের ব্যানার ব্যবহার করায় বা বক্তব্য রাখায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে কর্তৃপক্ষ মনে করে। কলেজ জাতীয়করণ দাবিতে সংসদ সদস্যকে অবরুদ্ধ স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ আটোয়ারী উপজেলায় মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় উপজেলার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া স্থানীয় সংসদ সদস্য নাজমুল হক প্রধানকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধরা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের সামনে আটোয়ারী-ঠাকুরগাঁও পাকা সড়কে এ অবরোধ কর্মসূচী পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা রাস্তায় শুয়ে সংসদ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। সাংসদ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের ওই দাবি প্রধানমন্ত্রী বরাবরে পৌঁছে দেয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়া হয়। বন্যার্তদের ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ আগস্ট ॥ দেশের উত্তরাঞ্চলের বন্যাকবলিত জনগোষ্ঠীর জন্য গাইবান্ধার গণস্বাস্থ্য কেন্দ্র জরুরী মেডিক্যাল টিম গঠন করে ফ্রি চিকিৎসাসেবার আয়োজন করে। তারই ধারাবাহিকতায় ৪ আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত জেলার দুস্থ, অসহায় ও বন্যাকবলিত ২ হাজার ৭শ’ ২১ মানুষকে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া আগামী এক সপ্তাহ পর্যন্ত এই মেডিক্যাল টিমের কার্যক্রম অব্যাহত থাকবে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বেলকুচি উপজেলার বিসমিল্লাহ ক্লিনিকে ভুল চিকিৎসার শিকার রাজমিস্ত্রি মনিরুল ইসলাম টানা ৪২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার সকালে নিজ বাড়িতে মারা গেছেন। মনিরুলের পরিবার ক্লিনিকটির মালিক আব্দুর রহমানসহ দোষীদের শাস্তির দাবি করেছে। রোগীর পরিবার জানায়, ধুকুরিয়া বেড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে রাজমিস্ত্রি মনিরুল ইসলাম (১৮) ২ জুলাই পেটে প্রচ- ব্যথা নিয়ে চিকিৎসার জন্য বেলকুচির শেরনগরে অবস্থিত বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে ভর্তি হয়। সেখানে হাসপাতালের মালিক আব্দুর রহমান নিজেই ডাক্তার সেজে রোগী দেখে আল্ট্রাসনোগ্রাম, রক্ত পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করে স্বজনদের জানায় তার এ্যাপেন্ডিসাইটিস হয়েছে। মূল মনিরুলের নাড়ি ফুটো রোগ (পারপোরেশন)। কোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে চাকরিচ্যুত চিকিৎসক ডাঃ ইমাম আল নাজিমুল হক বিপ্লব, মালিক আব্দুর রহমান, ম্যানেজার ঝর্ণা খাতুন অপারেশন করেন। এজন্য অপারেশনের সঙ্গে সঙ্গে পেটজুড়ে মল ছড়িয়ে পড়ে।
×