ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না ॥ সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৮, ১৪ আগস্ট ২০১৬

মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না ॥ সংস্কৃতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন জঙ্গী মিডিয়ার সৃষ্টি নয়, এই জঙ্গীর জন্ম দিয়েছে বিএনপি ও জামায়াত। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা, ছায়নট, সিবিবির সমাবেশে বোমা হামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। বাংলাভাই সৃষ্টি, একসঙ্গে দেশের সকল জেলায় বোমা হামলা এরপরও তারা (বিএনপি-জামায়াত) বলে দেশে জঙ্গী নেই। সেটি নাকি মিডিয়ার সৃষ্টি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে আজকে তারাই জঙ্গীবাদের মদদ যোগাচ্ছে। সংস্কৃতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও দেশবাসীর ভাগ্য উন্নয়ন যখন এগিয়ে চলছে, তখন ইসলামের নামে জঙ্গীসৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। প্রকৃত ধার্মিক মানুষ কোনভাবেই ধর্মের নামে মানুষ খুন করতে পারে না। পিস্তল, বন্দুক, বোমা মেরে মানুষ হত্যা করে ইসলাম কায়েম করা যায় না। ইসলাম শান্তির ধর্ম, মানুষ হত্যা করে ধর্ম প্রচার ইসলাম সমর্থন করে না। আজ যারা মানুষ হত্যা করছেন তারা ইসলামের অনুসারী না। এভাবে যারা মানুষ হত্যা করে পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। শনিবার শ্রমিকলীগের সহ-সভাপতি আবু সাঈদ শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, শ্রমিক নেতা দেওয়ান জকি প্রমুখ। মুন্সীগঞ্জে গাছের চারা বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শনিবার মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসেন, পরিবেশ ও বন সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক রইছউল আলম ম-ল, পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হুমায়ুন কবীর, এডিসি হারুন-অর রশীদ ও প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। জেলার ৯৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লাখ ৩ হাজার ৬শ’ শিক্ষার্থীর মাঝে দুটি করে ছয় লাখ ৭ হাজার ২শ’ গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই চারা বিতরণ নিয়ে এখানে উৎসব আমেজ বিরাজ করছে। ১৫ আগস্ট জন্মদিন পালন খালেদা জিয়ার তামাশা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনকে তামাশা আখ্যায়িত করে শ্রীনগরে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। শনিবার দুপুরে জেলার শ্রীনগর উপজেলার কামারগাঁও বাজারে মুক্তিযোদ্ধা ক্লাব ও জাদুঘর মিলনায়তনে এই সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তরা বলেন, খালেদা জিয়া একজন যুদ্ধকালীন সেক্টর কামান্ডের স্ত্রী হয়ে জাতীয় শোক দিবসে এভাবে তামাশার জন্মদিন পালন করবেন এটা জাতি মেনে নেবে না। খালেদা জিয়া যদি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আনন্দ-উৎসব করে, তবে মুক্তিযোদ্ধাদের এবং মানবতাকে অপমান ও খাটো করা হয়। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে জানিয়ে দিতে চাই বানোয়াট জন্মদিন পালন না করে জাতীয় শোক দিবসে একাত্মতা প্রকাশ করুন। কামারগাঁও মুক্তিযোদ্ধা ক্লাব ও মুক্তিযোদ্ধা জাদুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম খোকনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা পরিষদের সংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কাশেম প্রমুখ।
×