ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদক সেবনে বাধা দেয়ায় পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:২৭, ১৪ আগস্ট ২০১৬

মাদক সেবনে বাধা দেয়ায় পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়া কাকারায় মাদক সেবনে বাধা দেয়ায় অস্ত্রধারী সন্ত্রাসীরা রুহুল কাদের নামে এক ব্যক্তিকে অপহরণ ও পিটিয়ে হত্যা করে মাজারের পুকুরে লাশ ফেলে দেয়। আগেরদিন রাতে হামলা চালিয়ে ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ব্যক্তি কাকারা কসাই পাড়া গ্রামের আমির হোসেনের পুত্র। সন্ত্রাসীদের হামলা ঘটনায় একই পাড়ার কলেজ পড়ুয়া ছাত্র মুজাহিদুল ইসলাম ও মোহাম্মদ রিদুয়ান আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ১০টায় কাকারা শাহ ওমর মাজার এলাকায় মাদক সেবনকালে কিছু যুবককে স্থানীয় লোকজন বাধা দিতে গেলে তাদের ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে মাসকসেবীরা। এ সময় রুহুল কাদেরকে অপহরণ ও দুই যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মাদকসেবীরা। ঘটনার একদিন পর শুক্রবার রাতে অপহৃত রুহুল কাদেরের লাশ পুলিশ মাজারের পুকুর থেকে উদ্ধার করে। বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। শনিবার সকালে ম্যুরালের উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান ও শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া। উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, আজকে আপনারা একটি ঐতিহাসিক কাজ করেছেন, আমি আনন্দিত এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে। বঙ্গবন্ধুকে বাঁচাতে পারিনি কিন্তু তাঁর স্মৃতিকে রক্ষা করতে হবে। কৃতী শিশুদের সম্মাননা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা বঞ্চিত উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ২৩৩ শিক্ষার্থী ও ১১ শিক্ষককে সম্মাননা প্রদান করেছে ইউএসকেএস নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। শনিবার দুপুরে স্থানীয় শিল্পকলা একাডেমি হলরুমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। সংস্থাটির সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক আহসান রহিম মঞ্জিল।
×