ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশের মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু অমর হয়ে আছেন ॥ আমু

প্রকাশিত: ০৬:২৭, ১৪ আগস্ট ২০১৬

দেশের মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু অমর হয়ে আছেন ॥ আমু

জাবি সংবাদদাতা ॥ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা শুধু পরিবারকেন্দ্রিক ছিল না, এই হত্যাকা-ের মাধ্যমে স্বাধীনতার বিরোধী শক্তি বাঙালীর অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতাকে নস্যাৎ করতে চেয়েছিল। স্বাধীনতা পরবর্তীতে এ দেশের বিরোধিতাকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু অমর হয়ে আছেন। কথাগুলো বলছিলেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। শনিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘জাতি নির্মাণ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে এ সব কথা বলেন তিনি। ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারী কর্মকমিশনের সদস্য ও জাবির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, তথ্য কমিশন বাংলাদেশ-এর তথ্য কমিশনার অধ্যাপক খুরশীদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। খালেদা দেশকে জঙ্গী রাষ্ট্র বানানোর চক্রান্ত করছে ॥ মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র বানাতে বিএনপি নেত্রী খালেদা জিয়া চক্রান্ত করছেন। তারা এ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তিনি শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয় প্রাঙ্গণে সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন আহমেদ স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গনি ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আখতার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজমত উল্লাহ খান। আরও বক্তব্য রাখেন- যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, তাঁতি লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, প্রমুখ। চট্টগ্রামে অগ্নিকা-ে দগ্ধ ৭, হত ১ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আসবাবপত্র তৈরির দোকানে অগ্নিকা-ের ঘটনায় একজন নিহতসহ সাতজন দগ্ধ হয়েছেন। শুক্রবার গভীর রাতে নগরীর কালুরঘাট এলাকার বরিশাল কলোনির কাশেম মার্কেটের নিচ তলায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি চমেক কর্তৃপক্ষ। আহতরা হলেন, বজলু মিয়া (৪০), রাশেদা বেগম (৩৫), মেহেদি (২৫) ও সোলেমা বেগম (২০), রায়হান (১০), তাহেরা বেগম (২০), মাজিদ (১৮)। এদের মধ্যে প্রথম পাঁচজনের বাড়ি হবিগঞ্জ জেলায় এবং বাকি দুজনের বাড়ি বরগুনা জেলায়। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মিনাল কান্তি দাশ জানান, অগ্নিকা-ে দগ্ধ সাত জনের মধ্যে একজন বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদের অবস্থা আশঙ্কামুক্ত বলে তিনি জানান। আগ্রাবাদ ফায়ার স্টেশনের টেলিফোন অপারেটর রূপন কান্তি বিশ্বাস জানান, রাতে বার্নিশ তৈরিতে ব্যবহৃত আগুন থেকে এ ঘটনার সূত্রপাত হয়।
×