ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই নারীসহ চার খুন ॥ এক লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:২৬, ১৪ আগস্ট ২০১৬

দুই নারীসহ চার খুন ॥ এক লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ কচুয়া ও সাভারে গৃহবধূ ও নারী পোশাক শ্রমিক এবং কুমিল্লায় দুই জনকে খুন করা হয়েছে। নীলফামারীতে এক লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কচুয়া, চাঁদপুর ॥ কচুয়ায় জেরিন আক্তার (২৫) নামে এক গৃহধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের হাজীবাড়ির প্রবাসী ইউনুসের স্ত্রী জেরিন আক্তারের ঘরে প্রবেশ করে দেশী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। সাভার ॥ আশুলিয়ায় রুপালী বেগম (২৫) নামের এক নারী পোশাক শ্রমিককে শ^াসরোধ করে হত্যা করেছে স্বামী। শনিবার ভোরে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি মাঝিপাড়া এলাকার জনৈক আব্দুল গাফ্ফার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়েছে ঘাতক স্বামী। কুমিল্লা ॥ সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামে দুই জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের আমির হোসেনের ছেলে গিয়াস উদ্দিন ও মৃত আলেক হোসেনের ছেলে জামাল হোসেন। নিহতরা গত ২৯ জুলাই আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে। জানা গেছে, সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের আতর আলীর ছেলে ফরিদ উদ্দিন ও তার ভাই সৌদি প্রবাসী তোফায়েল আহমেদ ওরফে তোতার সঙ্গে তাদের বাড়ির ওপর দিয়ে স্থানীয় লোকজনের হাঁটা-চলা নিয়ে বিরোধ হয় নিহত জামাল হোসেন (৪০) ও গিয়াস উদ্দিনসহ (৪৮) স্থানীয়দের সঙ্গে। এ নিয়ে বিগত সময়ে গ্রাম্য সালিশ ও মামলা-মোকদ্দমা হয়। গত প্রায় এক মাস আগে ওই বিরোধের জের ধরে ফরিদ উদ্দিন নামে একজনকে পিটিয়ে আহত করা হয়। এ নিয়ে ফরিদ উদ্দিন মামলাও করেন। এরই মধ্যে ফরিদ উদ্দিনের ভাই সৌদি প্রবাসী তোফায়েল আহমেদ ওরফে তোতা দেশে আসেন। গত শুক্রবার রাত ৯টার দিকে ধনাইতরী গ্রামের জামতলায় ভাইভাই স্টোর নামে একটি দোকানে গিয়াস উদ্দিন ও জামাল উদ্দিনকে পেয়ে প্রতিপক্ষের লোকজন তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে গিয়াস উদ্দিন এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর জামাল উদ্দিন মারা যান। নীলফামারী ॥ তিস্তা নদী হতে এক গরুর রাখালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয় তিস্তা নদীর ওপারে টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তার বাজার এলাকা সানিয়াজন হতে। নিহত গরুর রাখাল নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ ঘাটেরপার এলাকার আকবর আলীর ছেলে ফজর আলী (২৮)। সে গত ৪দিন যাবত নিখোঁজ ছিল।
×