ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গী প্রতিরোধের অঙ্গীকার

প্রকাশিত: ০৬:২৬, ১৪ আগস্ট ২০১৬

জঙ্গী প্রতিরোধের অঙ্গীকার

জনকণ্ঠ ডেস্ক ॥ সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধে সবাইকে এক হয়ে কাজ করার অঙ্গীকারে শনিবার বিভিন্ন জেলায় সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : খুলনা ॥ সম্মিলিত শিল্পী, কবি, সাহিত্যিক ও সংগঠকদের শান্তির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় নগরীর জাতিসংঘ পার্ক (তারের পুকুর) থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। পদযাত্রায় অংশ নেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বসসহ খুলনা নাট্য নিকেতন, সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ, উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আর্টিস্ট ক্লাব, নৃত্যশিল্পী সংস্থা, খুলনা রাইটার্স ক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, লেখিকা সংঘ, আওয়ামী শিল্পীগোষ্ঠী, আব্বাস উদ্দিন একাডেমি, বিয়নমনি থিয়েটার, ক্লাসিক সঙ্গীত একাডেমি, যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, গণশিল্পী সংস্থা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, রবিপ্রাঙ্গণ, রবীন্দ্র-নজরুল সম্মেলন পরিষদ দৌলতপুরসহ বিভিন্ন সংগঠনের সংগঠক ও কর্মীরা। একই দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত খালিশপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এবং বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান ও খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস। কাউন্সিলর খুরশিদ আহমেদ টোনার পরিচালনায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আহমেদ মনি। সিলেট ॥ সূর্যোদয় এতিম স্কুলের উদ্যোগে ও সূর্যোদয় যুব সংঘের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শনিবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাসান তালুকদার সোহেলের সভাপতিত্বে ও একেএম কামাল হোসেনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বক্তব্য রাখেনÑ সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহের, সাংবাদিক মুহিত চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী ও যুব সংগঠক তোফায়েল আহমদ সেপুল, অনলাইন পোর্টাল সিলেট বাংলানিউজের সম্পাদক কামাল আহমদ, সূর্যোদয় এতিম স্কুলের উপদেষ্টা জুনেদ আহমদ, অর্থ সম্পাদক আফজাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক শহীদুল ইসলাম প্রমুখ। রাজবাড়ী ॥ সদর উপজেলার উদয়পুরে সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে শনিবার বিশাল র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি হাই স্কুল এবং মর্জি-দেলোয়ারা কলেজের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে মানববন্ধন সমাবেশে জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু, কলেজ অধ্যক্ষ মাহবুব আহমেদ, হাফিজুর রহমান হাফিজ বক্তব্য রাখেন। মেহেরপুর ॥ পল্লী বিদ্যুত ইলেক্ট্র্রিশিয়ান ইউনিয়নের ডাকে শনিবার বেলা ১১টায় মেহেরপুর পল্লী বিদ্যুতের সামনের সড়কে মানববন্ধন পালন করেছে সংগঠনটি। এতে নেতৃত্ব দেন জেলা সভাপতি তাজুল ইসলাম। কুড়িগ্রাম ॥ শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের ত্রিমোহনী এলাকায় পল্লী বিদ্যুত অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পল্লী বিদ্যুত ভিলেজ ইলেক্ট্রিশিয়ান ইউনিয়ন জেলা শাখা। বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক ফুলবাবু রবিদাস প্রমুখ। বগুড়া ॥ শনিবার সকালে বগুড়া শহরের সাতমাথায় বগুড়ার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিএমএ সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি মোস্তফা আলম নান্নু। গাইবান্ধা ॥ জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর উপজেলার বাদিয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল মমিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, ইউপি চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল রাসেল আহমেদ, শহিদুল ইসলাম, ফরিদুল ইসলাম, হেলাল উদ্দিন, মাওলানা শামছুল আলম, মোহাম্মদ আলী রিটু প্রমুখ। নোয়াখালী ॥ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, এবারের জাতীয় শোক দিবসের শপথ হচ্ছে- ‘সন্ত্রাসী-জঙ্গীবাদ মোকাবেলা করা।’ শনিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। ঠাকুরগাঁও ॥ জাতীয় পতাকা হাতে নিয়ে এবং হাতে হাত রেখে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুত ইলেক্ট্রিশিয়ান ইউনিয়ন জেলা শাখা। শনিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ কর্মসূচী পালন করা হয়। এতে পল্লী বিদ্যুতের ইলেক্ট্রিশিয়ানের শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন- বাংলাদেশ পল্লী বিদ্যুত ইলেক্ট্রিশিয়ান ইউনিয়ন পল্লী বিদ্যুত শাখার সভাপতি চঞ্চল কুমার দাস, সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ রাজিউর রহমান রাজি প্রমুখ।
×