ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাভাবিক জীবন ব্যাহত

চিকিৎসাবঞ্চিত ১০৪ চরাঞ্চলের মানুষ

প্রকাশিত: ০৬:২৫, ১৪ আগস্ট ২০১৬

চিকিৎসাবঞ্চিত ১০৪ চরাঞ্চলের মানুষ

আবু জাফর সাবু, গাইবান্ধা ॥ অবহেলিত চরাঞ্চলের মানুষ শিক্ষা, চিকিৎসাসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া শিশু-কিশোররা অপুষ্টি ও খাদ্য সংকটের কারণেও তাদের স্বাভাবিক জীবনাচরণ ব্যাহত হচ্ছে। জেলার যমুনা ও ব্রহ্মপুত্র নদী বেষ্টিত সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলার ২০টি ইউনিয়নের ১০৪টি চরাঞ্চলে এই অবস্থা বিরাজ করছে। এসব নদী বেষ্টিত চরাঞ্চলের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এসব দুর্গম এলাকায় চিকিৎসক, স্বাস্থ্যকেন্দ্র এবং প্রয়োজনীয় ওষুধের দোকান না থাকায় দুরারোগ্য ব্যাধিতে হঠাৎ করে আক্রান্ত রোগীরা যোগাযোগ সমস্যার কারণে জরুরী চিকিৎসার সুযোগ না পেয়ে হাসপাতালে পৌঁছার আগেই মারাত্মক জটিলতায় পড়েছে। এছাড়া দরিদ্র রোগীরা অর্থাভাবে বিনা চিকিৎসায় অকালেই ধুঁকে ধুঁকে মরছে। উল্লেখ্য, ২২টি নদী বেষ্টিত চরাঞ্চলভুক্ত ইউনিয়নে গ্রামগুলোর জন্য স্বাস্থ্য ক্লিনিক রয়েছে মাত্র ২টি। এর মধ্যে সদর উপজেলার মোল্লারচরে ১টি এবং অপরটি ফুলছড়ির এরেন্ডাবাড়িতে। তবে এগুলোর অবস্থা আরও করুন। সেখানে চিকিৎসক বা প্রয়োজনীয় ওষুধপত্র নেই এবং অধিকাংশ সময়ই বন্ধ থাকে। একজন কম্পাউন্ডার মাঝে মধ্যে স্বাস্থ্য ক্লিনিকগুলো খুললেও চিকিৎসাসেবার ব্যবস্থা না থাকায় তা থেকে চরাঞ্চলের মানুষ কোন উপকৃত হচ্ছে না। এছাড়া মা শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি আরও ভয়াবহ ও অপুষ্টি এবং শিশু ও গর্ভবতী মৃত্যুর হার আরও বেশি। অসচেতনতার কারণে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার প্রবণতা একেবারেই না থাকায় সম্প্রতি চরের গ্রামগুলোতে শিশু জন্মের হার ক্রমান্বয়ে বাড়ছে। আইএস পরিচয়ে হুমকিদাতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ব্র্যাকের এক কর্মকর্তা ও কলেজ শিক্ষককে আইএস পরিচয়ে হুমকি দেয়ার অভিযোগে অসিত কুমার দাস (৫২) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাতে শহরের দশানী এলাকায় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অসিত দাস দশানী এলকার মৃত মনিন্দ্রনাথ ওরফে মনিলাল দাসের ছেলে। হুমকি পাওয়া দুইজন শনিবার সকালে মডেল থানায় দুটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি সেলিমাবাদ ডিগ্রী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অরুণ কুমার চক্রবর্তী এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের সদর ব্রাঞ্চের ব্যবস্থাপক বিকাশ চন্দ্র বসুকে আইএস পরিচয়ে চিঠি পাঠিয়ে হুমকি দেয়া হয়। এ ব্যাপারে তারা অভিযোগ করলে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে হুমকিদাতা অসিত কুমারকে শনাক্ত এবং গ্রেফতার করে।
×