ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় ব্যক্তি উদ্যোগে ছাগল খামার

প্রকাশিত: ০৬:২৩, ১৪ আগস্ট ২০১৬

মাগুরায় ব্যক্তি উদ্যোগে ছাগল খামার

মাগুরায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে ছাগল পালন খামার। ছাগল বিক্রি করে লাভবান হচ্ছে পালনকারীরা। খামারে পালনকৃত ছাগল হাটে নিয়ে খামারীরা বিক্রি করেন উচ্চমূল্যে। জানা গেছে, মাগুরা সদর উপজেলার আলমখালী গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে একটি ছাগল পালন খামার। এখানে ছাগল পালন করে বিক্রি করে লাভবান হচ্ছে পাঁচটি পরিবারের পালনকারীরা। তাদের খামারে ছাগল রয়েছে অর্ধশতাধিক। ছাগল খামারের মালিক উত্তম কুমার দাস মন্টু জানান, তারা ছোট ছাগল ক্রয় করে পালন করে বড় করে বিক্রি করেন। প্রকারভেদে প্রতিটি ছাগল বিক্রি করলে তাদের ভাল লাভ হয়। তিনি আরও জানান, ব্যক্তি উদ্যোগে তারা এ খামার গড়ে তুলেছেন। যে লাভ হয় তা দিয়ে তাদের সংসার ভালই চলে। সরকারী সহযোগিতা এবং স্বল্পসুদে ব্যাংকঝণের ব্যবস্থা করা হলে এ খামার আরও সম্প্রসারিত হতে পারে। -নিজস্ব সংবাদদাতা, মাগুরা যশোরে ব্যাংকার উদ্যোক্তা সমাবেশ ওয়ান ব্যাংক ও সাউথ বাংলা এ্যাগ্রিকালচার ব্যাংকের যৌথ উদ্যোগে শনিবার যশোরের একটি হোটেলে ব্যাংকার উদ্যোক্তা সমাবেশ হয়েছে। ওয়ান ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক মোঃ আবদুল মান্নাফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক শেখ আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার মহাব্যবস্থাপক রবিউল ইসলাম ও উপ-মহাব্যবস্থাপক প্রকাশ চন্দ্র। বক্তব্য রাখেন- প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান মুস্তা, সাউথ বাংলা এ্যাগ্রিকালচার ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক সাজেদুল আলম খান, যশোর ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, যশোরের ইঞ্জিনিয়ারিং শিল্প অনেক সম্ভাবনাময়। এখানে গাড়ির বডি, পাথর ও ইট ভাঙ্গা মেশিন, গাড়ির খুদ্র যন্ত্রাংশ উৎপাদন করা হয়। -স্টাফ রিপোর্টার, যশোর অফিস
×