ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোর্শেদা জামান নিউইয়র্কে ‘সেরা রিয়েল এস্টেট এজেন্ট’

প্রকাশিত: ০৬:২২, ১৪ আগস্ট ২০১৬

মোর্শেদা জামান নিউইয়র্কে ‘সেরা রিয়েল এস্টেট এজেন্ট’

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ শিকাগো, ডালাস, নর্দার্ন ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওরল্যান্ডো এবং নিউইয়র্ক অঞ্চলে ব্যবসারত ‘গাইডেন্স রিয়েল্টি হোমস’র সেরা এজেন্টের স্বীকৃতি পেলেন বাংলাদেশী মোর্শেদা জামান। আওয়ামী আইনজীবী পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভানেত্রী মোর্শেদা জামান এ বছরের প্রথম ৭ মাসে ৪ মিলিয়ন ডলারের অধিক আয় করে দিয়েছেন এই কোম্পানিকে। এ তথ্য এনআরবি নিউজকে জানিয়েছেন ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘গাইডেন্স রিয়েল্টি হোমস’র প্রেসিডেন্ট হুসাম কুতুব। কুতুব বলেন, ‘গত বছরের জুলাই মাসে এ প্রতিষ্ঠানে যোগদান করেন মোর্শেদা জামান। এরপর থেকেই নিউইয়র্ক অঞ্চলে আমাদের ব্যবসায় গতি এসেছে। নিউইয়র্ক অফিসের সকলকেই তিনি অনুপ্রাণীত করছেন নিজ নিজ কাজে। আর এর সামগ্রিক সুফল পাচ্ছে মাত্র আড়াই বছর বয়সী এই প্রতিষ্ঠান।’ কুতুব উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রে শরিয়া আইন অনুসরণ করে বাড়ি-সম্পদ ক্রয়ে অর্থ সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের অন্যতম ‘গাইডেন্স রেসিডেন্সিয়াল’ হচ্ছে আমাদের সিস্টার অর্গানাইজেশন।’ ‘মোর্শেদা হচ্ছেন নিউইয়র্ক অফিসে সবচেয়ে ট্যালেন্ট কর্মী’-এ মন্তব্য করে কুতুব আরও জানান, ‘এ প্রতিষ্ঠানে কাজ করছেন বিপুলসংখ্যক রিয়েল এস্টেট এজেন্ট, এ্যাসোসিয়েট ব্রোকার এবং ব্রোকার’। পেশাগত সাফল্যের এ স্বীকৃতি পাবার পর নিজের অনুভূতি ব্যক্তকালে মোর্শেদা জামান এনআরবি নিউজকে বলেন, ‘কম্যুনিটির সঙ্গে সুন্দর সম্পর্কের পরিপ্রেক্ষিতে বাংলাদেশীসহ ভিন্ন কম্যুনিটির লোকজনও আসছেন আমার কাছে। চেষ্টা করছি সততা ও নিষ্ঠার সঙ্গে সহায়তা দিতে। সম্ভবত এটিই হচ্ছে আমার সাফল্যের মূল ভিত্তি।’
×