ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন মাসে ৪৪৪ শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত

প্রকাশিত: ০৬:২২, ১৪ আগস্ট ২০১৬

তিন মাসে ৪৪৪ শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের এপ্রিল থেকে জুন এই তিন মাসে বিনিয়োগের জন্য ৪৪৪টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এতে প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৪০ হাজার ২৩৪ কোটি টাকা যা গত জানুয়ারি-মার্চ অপেক্ষা ৬ হাজার ৫৬১ কোটি টাকা বেশি। অর্থাৎ বিনিয়োগ প্রস্তাব ১৯ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এপ্রিল থেকে জুন ২০১৬ সময়ে বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত শিল্পের পরিসংখ্যান ও বিনিয়োগের সার্বিক চিত্র সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে। স্থানীয় বিনিয়োগ ॥ উল্লেখিত তিন মাসে সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ৩৯৪টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ ২৯ হাজার ১০৭ কোটি টাকা। বিগত জানুয়ারি-মার্চ ২০১৬ তিন মাসে স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ৪০৯টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ ৩১ হাজার ২০৬ কোটি টাকা। সে অনুযায়ী স্থানীয় বিনিয়োগ প্রস্তাব হ্রাস পেয়েছে ৬ দশমিক ৭৩ শতাংশ এবং ২০১৫ বছরের এপ্রিল থেকে জুন তিন মাসের তুলনায় স্থানীয় বিনিয়োগ প্রস্তাব হ্রাস পেয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ। বিদেশী বিনিয়োগ ॥ একই সময়ে ২০টি শতভাগ বিদেশী ও ৩০টি যৌথ বিনিয়োগের জন্য নিবন্ধিত শিল্পে অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ সম্বলিত মোট ৫০টি নিবন্ধিত শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১২৮ কোটি টাকা। বিগত জানুয়ারি-মার্চ তিন মাসে বৈদেশিক বিনিয়োগ সম্বলিত মোট ৩৫টি নিবন্ধিত শিল্পের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ২ হাজার ৪৬৮ কোটি টাকা। অর্থাৎ যৌথ ও ১০০ ভাগ বিদেশী বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৩৫০ দশমিক ৯৩১ শতাংশ। এদিকে, তিন মাসে স্থানীয় এবং বৈদেশিক সম্মিলতভাবে রসায়ন শিল্প খাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে যা মোট বিনিয়োগের ৩৪ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিনিয়ারিং শিল্প খাতে ১২ দশমিক ২১, কৃষিভিত্তিক শিল্প খাতে ৮ দশমিক ৮১ এবং অন্যান্য শিল্প খাতে ৪৪ দশমিক ৪১ শতাংশ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এসব বিনিয়োগ হলে ৮৮ হাজার ৪৬৬ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
×