ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৃষিবিদ ফিডের সঙ্গে আমান ফিডের চুক্তি

প্রকাশিত: ০৬:২০, ১৪ আগস্ট ২০১৬

কৃষিবিদ ফিডের সঙ্গে আমান ফিডের চুক্তি

ফ্লোটিং ফিশ ফিড উৎপাদনে কৃষিবিদ ফিড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে আমান ফিড। বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, পরিকল্পিত চুক্তির ভিত্তিতে আমান ফিড লিমিটেড কৃষিবিদ ফিডকে কাঁচামাল সরবরাহ করবে। নিজ কারখানায় তা থেকে প্রতিমাসে ৭০০ মেট্রিক টন ফ্লোটিং ফিশ ফিড উৎপাদন করে তা আমান ফিডকে সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। আমান ফিড নিজস্ব বিক্রি নেটওয়ার্কের মাধ্যমে তা সারা দেশের বাজারে বিক্রি করবে। এক বছর মেয়াদি চুক্তিটি ১১ আগস্ট থেকেই কার্যকর ধরা হবে। আমান ফিড আরও জানায়, এ চুক্তি বাস্তবায়ন হলে এক বছরে তাদের বিক্রি ৮ হাজার ৪০০ মেট্রিক টন বা ৪০ কোটি ৩২ লাখ টাকা বাড়বে। এতে বার্ষিক মুনাফা ৫ কোটি ২৪ লাখ টাকা বৃদ্ধির আশা করছে আমান ফিড। -অর্থনৈতিক রিপোর্টার লেকচার ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা ইউনিটহোল্ডারদের জন্য ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ট্রাস্টি পরিষদ। ৩০ জুন, ২০১৬ সমাপ্ত মেয়াদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গেছে, আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২৯ পয়সা। ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৩২ পয়সায়। ফান্ডটির রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×