ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

ডিএসইতে লেনদেন বেড়েছে ৪.৬০ শতাংশ

প্রকাশিত: ০৬:১৯, ১৪ আগস্ট ২০১৬

ডিএসইতে লেনদেন বেড়েছে ৪.৬০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৪ দশমিক ৬০ শতাংশ। তবে প্রধান সূচক কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেশি হয়েছে ১০১ কোটি ৮৯ লাখ টাকার। আলোচ্য সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৩১৮ কোটি ৪১ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২১৬ কোটি ৫২ লাখ টাকার। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৩ দশমিক ৫৪ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৮৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩ দশমিক ৮৩ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৮০ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ০৭ শতাংশ বা ৩ দশমিক ২১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ৭৯ শতাংশ বা ১৪ দশমিক ১৮ পয়েন্ট। অপরদিকে,শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ০৪ শতাংশ বা দশমিক ৪৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টি কোম্পানির। আর দর কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মবিল যমুনা বিডি, তিতাস গ্যাস, বিএসআরএম লিমিটেড, ডেল্ট্রা ব্র্যাক হাউজিং, বিএসআরএম স্টিল মিলস, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা, একমি ল্যাবরেটরিজ ও সিভিও পেট্রো কেমিক্যাল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এমবি ফার্মা, জেমিনি সী ফুড, সিভিও পেট্রো কেমিক্যাল, মিথুন নিটিং, এনভয় টেক্সটাইল, বঙ্গজ, ফার্মা এইডস, লিগ্যাসি ফুটওয়ার, সোনালী আঁশ ও বিচ হ্যাচারি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, সিইএমএল ১ম মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল লাইফ, তিতাস গ্যাস, ফারইস্ট ইসলামী লাইফ, প্রাইম ইসলামী লাইফ, রিলায়েন্স ১ম মিউচুয়াল ফান্ড, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, মুন্নু স্টাফলারস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১২৮ কোটি ৭৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার। প্রধান সূচক কমেছে দশমিক ০২ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টি কোম্পানির। আর দর কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
×