ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঐক্য দেখাতে ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে দলীয় প্রধান

প্রকাশিত: ০৬:১৮, ১৪ আগস্ট ২০১৬

ঐক্য দেখাতে ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে দলীয় প্রধান

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে জঙ্গী দল ইসলামিক স্টেটের প্রতিষ্ঠাতা বলে যে উক্তি করেছিলেন, তা থেকে পিছু হটে গেছেন। আর রিপাবলিকান পার্টি তাদের প্রার্থী ট্রাম্পের পেছনে ঐক্যবদ্ধ বলে দেখাতে চেয়েছে। এদিকে শুক্রবার প্রকাশিত রয়টার্স/ইপসস জরিপে জনপ্রিয়তার দিক দিয়ে হিলারি ট্রাম্পের চেয়ে শতকরা ৫ পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে আছেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও ইয়াহুনিউজের। রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রিন্স প্রিবাস পেনসিলভানিয়ার ইরি শহরে এক নির্বাচনী সমাবেশে দলীয় প্রার্থীকে পরিচিত করিয়ে দেন এবং দু’জন মঞ্চে পরস্পরকে আলিঙ্গন করেন। এটি ছিল এক চমকপ্রদ ঘটনা। প্রিবাস চলতি বছরের প্রথমদিকে ট্রাম্পের কিছু কিছু কাজকর্ম নিয়ে ঘরোয়াভাবে অসন্তোষ ব্যক্ত করেছিলেন। প্রিবাস ট্রাম্পের হাজার হাজার সমর্থকের উদ্দেশে বলেন, আমরা ডোনাল্ড ট্রাম্প ও তার প্রচার শিবিরের সঙ্গে কাজ করে নিজেদের সম্মানিত বোধ করছি। প্রিবাস বলেন, আপনারা যেসব আবর্জনা পড়ছেন তা বিশ্বাস করবেন না। আমি আপনাদের কিছু কথা বলতে চাই। ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকান পার্টি, আপনারা সবাই, আমরা তাকে হোয়াইট হাউসে বসাতে এবং একত্রে এদেশকে বাঁচাতে যাচ্ছি। চলতি বছরের প্রথমদিকে রিপাবলিকান সূত্রে বলা হয়, প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ানকে অনুমোদন করতে ট্রাম্পের ব্যর্থতায় এবং ইরাকে নিহত এক মুসলিম আমেরিকান সৈন্যের মা-বাবার সঙ্গে তার বিরোধে প্রিবাস ক্ষুব্ধ হন। ট্রাম্প অবশ্য কয়েক দিন পর রায়ানকে অনুমোদন করেন। ট্রাম্প পরে পেনসিলভানিয়ার আলটুনা শহরে আরেক সমাবেশের মঞ্চে প্রিবাসকে নিয়ে যান। ট্রাম্প প্রিবাসকে তার কাজের জন্য ধন্যবাদ জানান। কারণ, ট্রাম্প দলে বিরাট ঐক্য রয়েছে বলে দাবি করে থাকেন। ট্রাম্প বলেন, আমি বলছি আমাদের মধ্যে বিরাট ঐক্য রয়েছে। ইরি সমাবেশে ট্রাম্প দৃশ্যত স্বীকার করেন যে, তিনি হিলারির কাছ থেকে দুর্লঙ্ঘ বাধা ও এক কঠিন নির্বাচনী পথ পার হচ্ছেন। তিনি বলেন, রিপাবলিকানদের সামনের পথ দুস্তর- এটি আমার দোষ নয়। এদিকে, প্রেসিডেন্ট পদে নির্বাচনী জনপ্রিয়তায় ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় শতকরা ৫ পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে আছেন। ২৮ জুলাই থেকে সম্ভাব্য ভোটারদের মধ্যে হিলারির সমর্থন সর্বনিম্ন শতকরা ৪১ থেকে সর্বোচ্চ শতকরা ৪৪ ভাগের মধ্যে ওঠানামা করে।
×