ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেক্টর রিজার্ভ ইনফ্যান্ট্রি কোম্পানি প্রতিস্থাপন

প্রকাশিত: ০৬:০৪, ১৪ আগস্ট ২০১৬

সেক্টর রিজার্ভ ইনফ্যান্ট্রি কোম্পানি প্রতিস্থাপন

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় ইউনাইটেড নেশন্স আফ্রিকান ইউনিয়ন মিশন ইন দারফুর (ইউনামিড)-এ প্রতিস্থাপনের উদ্দেশ্যে সেক্টর রিজার্ভ ইনফ্যান্ট্রি কোম্পানি/৮ এর ১৭৫ সদস্য শুক্রবার রাত ১টায় জাতিসংঘের চার্টার্ড বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। দারফুর সুদানে ২০০৮ সাল হতে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এ কন্টিনজেন্টের দায়িত্বের মধ্যে রয়েছে জনগণের নিরাপত্তা বিধান এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজ। ইতোমধ্যে কন্টিনজেন্টটি সে দেশের সরকারের প্রশংসা এবং আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। জাতিসংঘ সদর দফতরও এই কন্টিনজেন্টটির দক্ষতার ভূয়সী প্রশংসা করেছে। -আইএসপিআর লাকী আখন্দের চিকিৎসার জন্য কনসার্ট বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ কণ্ঠশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের চিকিৎসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী কনসার্ট। ঢাবির টিএসসিতে আগামী ১৬ ও ১৭ আগস্ট ‘ট্রিবিউট টু স্যার লাকী আখন্দ’ শীর্ষক এই কনসার্টে গান করবে দেশের ৩০টি জনপ্রিয় ব্যান্ড দল। কনসার্টে যোগ দেয়া সঙ্গীতপ্রেমীরা লাকী আখন্দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে পারবেন। কিংবদন্তি সঙ্গীতশিল্পী লাকী আখন্দ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে শয্যাশায়ী। তাঁর চিকিৎসার জন্য ভক্ত-অনুরাগীদের এগিয়ে আসতে এই কনসার্টের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। কালজয়ী সুরস্র্রষ্টা লাকী আখন্দের চিকিৎসার তহবিল সংগ্রহের এই কনসার্টে গাইবে শিল্পী তাহসানের দল তাহসান দ্য ব্যান্ড, আর্বোভাইরাস, এ্যাভয়েড রাফা, ওল্ড স্কুল, এ্যাশেজ, অর্জন, সহজিয়া, দুর্গ, চাতক, ওয়ারসাইট, হ্যাশ, নিউ সোনার বাংলা সার্কাস, চাতক, আনস্পেসিফাইড, এক্সেনেমি, আপেক্ষিক, অর্ব অব উইন্টার, এ্যাক্রিড, অজ্ঞাতনামা, মানব, অসৃক, ঢাকা ১২০৭, রোদ, ইকুয়েশন, স্ক্রিচ, ফ্রিড, নীল নকশা, স্কিলড ও রেডিয়েশন।
×